২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বারডেম হাসপাতালে ব্যথার ওপর কর্মশালা

-

বাংলাদেশ সোসাইটি অফ এনেসথেসিওলজিস্টস ও বারডেম জেনারেল হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের উদ্যোগে জটিল ব্যথার রোগীদের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২৩ ও ২৪ আগস্ট। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশীদ-ই-মাহবুব, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাকির আহমেদ লতিফ, সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার বিশেষ অতিথি ছিলেন। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এম খলিলুর রহমান, অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম, অধ্যাপক দেবব্রত বণিক, অধ্যাপক নূরনবী চৌধুরী প্রমুখ। সমন্বয়ক ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের ব্যথা বিশেষজ্ঞ ও বাংলাদেশ সোসাইটি অফ এনেসথেসিওলজিস্টের মহাসচিব অধ্যাপক ডা: কাওছার সরদার। প্রশিক্ষক হিসেবে যোগদান করেন ইন্ডিয়ান সোসাইটি ফর স্ট্যাডি অফ পেইনের সভাপতি ডা: গৌতম দাস, মহাসচিব ডা: পঙ্কজ সুরঙ্গে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের ব্যথা বিশেষজ্ঞ ডা: ভিকে মোহান, বোম্বের ডা: শান্তনু মল্লিক, কলকাতার ডা: দেব জ্যোতি দত্ত ও জম্মুর ডা: রোহিত লাহরী। কর্মশালায় ১৫০ বাংলাদেশী চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement