২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোক সংবাদ

-

শাহাজাদী বেগম
ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা ঝিলটুলী নির্বাসী মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমানের স্ত্রী শাহাজাদী বেগম (৬৮) ইন্তেকাল করেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ এশা সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা শেষে শুক্রবার তাকে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানায়। শাহাজাদী বেগম বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠাকালেই তিনি সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি অবসরে যান।

আ: রাজ্জাক সরদার
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ধজী গ্রাম নিবাসী আ: রাজ্জাক সরদার (৫০) গত বুধবার রাত ৩টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও ভাইস চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement