২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ব্রাউনকে বিএনপি নেতার চিঠি

খালেদার বন্দিজীবন সম্পর্কে জানতে চেয়েছেন ব্রিটিশ এমপি

-

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দী দুর্বিষহ জীবন নিয়ে এবং তার দ্রুত মুক্তি দাবি করে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য স্টেফেন টিমসের কাছে চিঠি দিয়েছেন লন্ডন লেবার পার্টির সদস্য ও বিএনপি নেতা মো: গিয়াস উদ্দিন। আর খালেদা জিয়ার কারাজীবন নিয়ে ব্রিটিশ সরকারের স্টেট ডিপার্টমেন্টের মূল্যায়ন জানতে চেয়েছেন বিট্রিশ হাউজ অব কমন্সের এমপি স্টেফেন টিম।
সম্প্রতি এই দুই শীর্ষ ব্যক্তির কাছে লেখা চিঠিতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। তাকে ভিত্তিহীন মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি পুরনো ও জরাজীর্ণ কারাগারে বন্দী রাখা হয়েছে। যেখানে ইঁদুর ও তেলাপোকা বিচরণ করে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না।
চিঠিতে বলা হয়Ñ বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। অথচ তার বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমনÑ র‌্যাব, পুলিশ ও আওয়ামী লীগের নেতারা গত ১১ বছরে ৬৮টি মিথ্যা মামলা দিয়েছে। আমি খালেদা জিয়ার জন্য ন্যায়বিচার, দ্রুত মুক্তি, গুম-খুন বন্ধ এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানাচ্ছি।
চিঠিতে বিনা অপরাধে খালেদা জিয়াকে জেলে দেয়া ও তাকে মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে চাপ দেয়া, দেশে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, মুক্ত সংবাদিকতার সুযোগ, কথা বলার অধিকার, রাজনীতির সুষ্ঠু পরিবেশ তৈরি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সুষ্ঠু বিচারব্যবস্থার ওপর তাগিদ, তারেক রহমানের নামে যে মামলা হয়েছে তা তুলে নেয়া, দুর্নীতি বিরুদ্ধে অবস্থান নেয়া, ফটোসংবাদিক সহিদুল আলম, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে জ্বালিয়ে মারাসহ সব অপরাধের সুষ্ঠু বিচারের জন্য ব্রিটিশ সরকারের সমর্থন চাওয়া হয়। এ ছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ ত্রিশ হাজার এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ৬৮টি মামলার প্রতিবাদ জানানো হয়।
এ দিকে ব্রিটিশ সেক্রেটারি স্টেট ফর ফরেন অ্যান্ড গভর্মেন্ট অ্যাফেয়ার্সের কাছে এসব বিষয়ে জানতে চেয়ে একটি চিঠি দিয়েছেন ব্রিটিশ হাউজ অব কমন্সের সদস্য স্টেফেন্স টিম। চিঠিতে নেতা বলেছেন, বাংলাদেশের কারাগারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বন্দিদশা সম্পর্কে বিএনপি নেতা গিয়াস উদ্দিন যে বর্ণনা দিয়েছেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে ব্যাপারে ব্রিটিশ সরকারের মূল্যায়ন কী?


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল