০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


গণ বিশ্ববিদ্যালয়

ইইই বিভাগের সনদ বিতরণ

-

সাভারের মির্জানগরে গণ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে এমবেডেড সিস্টেম এবং রোবোটিক্স কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বিভাগের সেমিনার কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠানে ইইই বিভাগের প্রধান মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন এবং ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী।
প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরে চালু হলেও এ বিভাগে পর্যাপ্ত ল্যাব সুবিধা রয়েছে। তা ছাড়া যুগের সাথে তাল মিলিয়ে এ বিভাগের উন্নয়নে যা করণীয় তা করতে আমরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথির বক্তৃতায় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা অল্পদিনের। অল্পসময়ের মধ্যে এই বিভাগের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ী হওয়া প্রশংসার দাবি রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অর্থের জোগান নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাও। অর্থের জোগান দেবে প্রশাসন।’
বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ জুলাই, ইইই বিভাগের ২২ জন, সিএসই বিভাগের পাঁচজন ও মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজনসহ মোট ৩০ জন শিক্ষার্থী নিয়ে এমবেডেড সিস্টেম অ্যান্ড রোবোটিক্স কোর্সটি শুরু হয়। দুই মাসব্যাপী কোর্সটি শেষ হয় ২২ সেপ্টেম্বর।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার

সকল