০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে মানববন্ধন

-

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, সাবেক প্রাধ্যক্ষ অসীম কুমার সরকার, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সহ জনা বিশেক শিক্ষক।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, সজিব মজুমদার, তরিকুল ইসলাম, গণেশ চন্দ্র রায় সাহস, নূরে আলম জিকু, সুপ্রিয় শান্ত, মুন্না, সৈকত মোরশেদ, কামরুল ইসলাম, ওমর ফারুক, বোরহানউদ্দিন ও রুহুল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি স্বরসতী পূজার পঞ্চম তিথিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। ঢাবির জগন্নাথ হলের ছাত্র গণেশ চন্দ্র রায় সাহস জানান, সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে মানববন্ধন শেষে পদযাত্রাবেগে তারা নির্বাচন কমিশন অভিমুখে রওয়ানা দেন। কিন্তু পদযাত্রাটি শাহবাগ পৌঁছালে পুলিশ থামিয়ে দেন। পরে সেখান থেকেই তারা ফিরে আসেন।


আরো সংবাদ



premium cement