২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জন্মদিনে দারুন এক উপহার পেলেন শাওন

মেহের আফরোজ শাওন - সংগৃহীত

শুক্রবার ১২ অক্টোবর। জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের জন্মদিন। দিনটিতে দারুণ এক উপহার পেয়েছেন। এই উপহার পাওয়ার কথা তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে নিউইয়র্কে গিয়েছিলেন ‘হুমায়ূন মেলা’য় অংশ নিতে। সেখানে গিয়ে হঠাৎ করেই লক্ষ্য করেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টিন নিয়ে উদ্বিঘ্ন হয়ে পড়েছিলেন শাওন। তিনি বলেন, ‘নিজেও জানতাম না ফেসবুকের প্রতি এতোটা আসক্ত আমি। যাহোক, জন্মদিনের আগে অ্যাকাউন্ট আবার ফিরে পেয়েছি। এটা আমার নতুন জন্ম।’ আর এটাই তার জন্মদিনের সেরা উপহার। 

এ বিষয়ে তিনি শুক্রবার একটি পোস্ট দিয়েছেন। এটি হুবুহু এখানে দেয়া হলো, “আমি ফিরেছি।..বাংলাদেশে... এবং ফেসবুকে...!

এবারের উত্তর আমেরিকা যাত্রা ছিল আমার জন্য একটা শিক্ষা সফর। বেশকিছু বিষয়ে আগামী ২/৩ জন্মের জন্য শিক্ষা হয়ে গেছে।

সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা ঘটেছে অক্টোবর ৭ এ...

আমার ভার্চুয়াল বাড়ির ভেতরে ডাকাত পড়েছিল। আমি তখন নিউইয়র্কে- হুমায়ূন মেলার স্টেজে। ‘হুমায়ূন ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে গুণী ব্যক্তিদের চমৎকার আলোচনা চলছে- সঙ্গে স্মৃতিচারণ।

আমি মুগ্ধ হয়ে সবার কথা শুনছি আর আমার হাতের ফোন থেকে অনবরত ‘টিং টিং’ শব্দ হচ্ছে। বিব্রত আমি ফোনটা নি:শব্দ করে দিলাম।

তখনও বুঝিনি, আমার ফেসবুক ঠিকানার নিরাপত্তায় থাকা ইমেল থেকে সতর্কবানী আসছে।

আলোচনা শেষে স্টেজ থেকে নামতেই শুরু হলো হলো

সেলফি শিকারীদের ভীড়। আমি মুখখানা কিঞ্চিত বাঁকিয়ে সবার সাথে সেলফি তুলতে তুলতে ফোনে চোখ বুলালাম। ব্যাস... আমার মাথায় স্বশব্দে পাঁচটা বাজ পড়লো। আমার ফেসবুক নিরাপত্তার পাঁচ পাঁচটি বেষ্টনী পেরিয়ে জনৈক হ্যাকার (নাকি ডাকাত!) আমার প্রানপ্রিয় আইডিখানা দখলে নিয়েছে!!!।

সত্যি বলছি... আমি নিজেই জানতাম না এই ‘ফেসবুক’ নামক বস্তুটিতে আমি এতোখানি আসক্ত!!!

সবচেয়ে হাস্যকর যে বিষয়টি আমাকে পীড়া দিতে লাগলো- এবারের জন্মদিনে অনেকেই আমাকে শুভেচ্ছা জানাতে পারবে না!

নিজের বোকা বোকা চিন্তায় খুব হাসি পাচ্ছে। কিন্তু সুখের কথা হইল আমার ভার্চুয়াল বাড়ির দখল বুঝে পেয়েছি।

জ্বি হ্যাঁ... আজ আমার জন্মদিন।

এখন তাড়াতাড়ি শুভেচ্ছা জানানো শুরু করেন...


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল