১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


জিসিসি দাঁতহীন বাঘ : কাতার

জিসিসি মানচিত্র - সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি’কে আবারো ‘দাঁতহীন বাঘ’ বলে আখ্যায়িত করেছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি এই মন্তব্য করেন। তিনি ছয় জাতির এই সংস্থাকে শক্তিশালী করার জন্য এর রাজনৈতিক ও অর্থনৈতিক গঠন কাঠামো ঢেলে সাজানোর পরামর্শ দেন।

জিসিসি’র মহাসচিব আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাওয়ি বিন আব্দুল্লাহ কাতারের রাজধানী দোহায় আলে সানির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এসময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিসিসি পরিচালনার গঠনতন্ত্রের আমূল পরিবর্তন আনতে হবে।

বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে জিসিসি গঠিত এবং রিয়াদে এই সংস্থার সদর দফতর অবস্থিত।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি প্রথমবারের মতো বলেন, সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থা চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না।

দোহা ফোরাম ডায়ালগের বার্ষিক অনুষ্ঠানে তিনি আরো বলেন,‘তারা কিছু কৌশল তৈরি করে রেখেছে এবং তারা কখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কারণ এসব দেশ মনে করে তারা জবাবদিহি করতে বাধ্য নয়।’

উল্লেখ্য, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত জিসিসি’র সদস্য হওয়া সত্ত্বেও ২০১৭ সালের জুন মাসে এসব দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। পার্স টুডে


আরো সংবাদ



premium cement
এক বছর পর দাউদকান্দিতে ড. মোশাররফ গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ কুয়াকাটা সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ওষুধের দোকান বন্ধের নির্দেশ ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে প্রতারণার ফাঁদ : সতর্ক করল দূতাবাস ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল আল মাহমুদপুত্র মীর তারিকের ইন্তেকাল

সকল