০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইল ও মিসর বহির্বিশ্বের সাথে গাজার যোগযোগ বিচ্ছিন্ন করে দিল

-

ইসরাইল গাজা উপত্যকায় জ্বলানি তেল ও গ্যাস সংযোগ আগামী রবিবার পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। সম্প্রতি হামাস ইসরাইলে যে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতেই এ ধরণের কাজ করেছে বলে জানিয়েছে ইসরাইল কতৃপক্ষ। মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছে মিসর। এরফলে এখন থেকে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা সমগ্র পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন। খবর ডেইলি সাবাহর।

রাফা সীমান্ত গেট কতৃপক্ষ জানিয়েছে, মিশর রাফা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

ইসরাইলের সাথে গাজা সীমান্ত ক্রসিংয়ের নাম করিম শালোম। এই ক্রসিং ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এই ক্রসিংটি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস আনা নেয়া করা যাবেনা। কিন্তু জরুরী প্রয়োজনে খ্যাদ্য ও ওষুধ সামগ্রীর জন্য সাময়িক খোলা হবে বলে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নিশ্চিত করেছে।

এর ফলে গাজায় বসবাসকারী ২ মিলিয়ন ফিলিস্তিনি অধিবাসী মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। গাজার অধিবাসীরা আরো আগে থেকেই জ্বালানী, বিদ্যুৎ এবং পানির সঙ্কটে ভুগছে।

ইসরাইল ২০০৭ সাল থেকে গাজা শাসনকারী ফিলিস্তিন কতৃপক্ষকে চাপ দিয়ে যাচ্ছে যাতে করে আগুনের ঘুড়ি ও বেলুন উড়ানো বন্ধ করে। এসব আগুনের ঘুড়ি ও বেলুনের মাধ্যমে ছোঁড়া আগুনে ইসরাইলের মাইলের পর মাইল ভূমিতে আগুন লেগে গেছে। পুড়ে গেছে তাদের বিভিন্ন সম্পদ। এসবের প্রতিশোধ নিতেই এবার গাজার অধিবাসীদের নিদারুন কষ্টে ফেলতে যাচ্ছে ইসরাইলিরা।

এছাড়া গাজার অধিবাসীদের আয়ের প্রধান উৎস সমু্দ্র থেকে মাছ ধরার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। গাজার জেলেরা এখন সমুদ্রের ভেতরে মাত্র ৩ ন্যাটিকেল মাইল পর্যন্ত মাছ ধরতে যেতে পারবে।

এ সপ্তাহের গোড়ার দিকে ইসরাইল ও গাজার মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। ইসরাইলের মতে, গত শুক্রবারের রাতে ২ শতাধিক রকেট ও মর্টার শেল ছোঁড়া হয়েছে।

হামাস ২০০৭ সালে ক্ষমতায় আসার পর থেকে ইসরাইল ও মিশর সম্মিলিতভাবে গাজা উপত্যকা ও এর উপকূল দেখাশুনা করে।

গাজা উপত্যকায় ৭ টি চেকপয়েন্ট রয়েছে। এরমধ্যে ৬ টি ইসরাইলের নিয়ন্ত্রনে।মিশরের সাথে সংযুক্ত রাফা সীমান্ত দিয়ে গাজাবাসীরা পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে পারতো। কিন্তু মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ২০১৩ সালের জুলাইয়ে এই সীমান্ত বন্ধ করে দেয়।

 

আরো দেখুন : গাজা সীমান্তে সাগরের তলদেশে ব্যারিকেড তৈরি করছে ইসরাইল
হামাসকে রুখতে গাজা সীমান্তে অবৈধভাবে সাগরের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরাইল। তিন স্তরবিশিষ্ট ব্যারিকেডটির প্রথম স্তরটি সাগরের তলদেশে, দ্বিতীয় স্তরটি অস্ত্রসজ্জিত পাথরের এবং তৃতীয়টি স্তরটি ঢিবি আকারের।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাগরের তলদেশ দিয়ে নির্মিত ব্যারিকেডটি দক্ষিণ ইসরাইলের কমিউনিটি ‘জিকিম’ থেকে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত হবে, যা হামাসকে প্রতিরোধের জন্য ব্যবহার করা হবে।

চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে মুসলিমবিদ্বেষী দেশটি। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যানের বরাত দিয়ে জেরুসালেম পোস্টের খবরে বলা হয়, ‘বিশ্ব এ ধরনের ব্যারিকেড এটাই প্রথম; যা কার্যকরভাবে সমুদ্রের মাধ্যমে ইসরাইলে অনুপ্রবেশের সম্ভাবনাকে অবরুদ্ধ করবে এবং ‘ক্ষতি করার লক্ষ্যে’ হামাসের কৌশলগত সক্ষমতাকে ব্যর্থ করবে।’

ইসরাইলের দাবি, ২০১৪ সালে হামাসের পাঁচ নৌকমান্ডো ‘অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য’ নিয়ে ইসরাইলের জিকিমে যাওয়ার চেষ্টা করে। তাদের এ ধরনের প্রচেষ্টা রুখতেই এই ব্যারিকেড নির্মাণ হচ্ছে।
গাজা সীমান্তে দুই মাস ধরে চলা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে এ পর্যন্ত ১১৩ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত ১৫ মে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনতে ৬২ জনকে হত্যা করে ইসরাইলি সৈন্যরা। ২০১৪ সালে গাজায় ইসরাইলের হামলার পর এক দিনে এত বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকে ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুসালেমে তারা গড়ে তুলেছে দুই লাখ ইহুদির জন্য বহু বসতি। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ। একসময় জেরুসালেমে বহু দেশের দূতাবাস ছিল। কিন্তু ১৯৮০ সালে ইসরাইল জেরুসালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করার পর বহু দেশ সেখান থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়। কিন্তু গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে? গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া

সকল