১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


একটি সাহসী উদ্যোগ

-

‘কেউ খাবে, কেউ খাবে নাÑ তা হবে না, তা হবে না।’ এমন স্লোগানে মনে হয় প্রধানমন্ত্রীর মনে আসে বেকারভাতা দেয়ার একটি সাহসী উদ্যোগের কথা। বেকার আর সুবিধাবঞ্চিত মানুষের মুখের দিকে তাকালে যে দুঃখবোধ হয়, তা অবশ্যই মহৎ মানবের লক্ষণ। তাই তাদের অন্তত বেঁচে থাকার মতো একটি ভাতা খুবই প্রয়োজন। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর এই জীবের প্রতি অকারণ ভর্ৎসনা একটি বড় অপরাধ। টাকা-পয়সা, ধন-দৌলত চিরদিনের নয়। তবুও সঞ্চয়ের অভ্যাস থাকা ভালো, যা বিপদের দিনে সাহায্য করে। সব কিছু নিজের জন্য কুক্ষিগত করে রাখাটা সমীচীন নয়। পরের জন্য তার কিঞ্চিৎ হলেও ব্যয় করা অপরিহার্য। কিন্তু টাকা-পয়সা, ধন-দৌলতের প্রতি ‘মমতা’ সবার থাকে। ক্ষুধার্তের মুখে খাবার দিয়ে খুশি হতে পারলেই বড় মাপের মানুষ হওয়া যায়।
মো: রফিকুল ইসলাম
কুমিল্লা


আরো সংবাদ



premium cement