০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মামলাজট নিরসনে তিন দফা দাবি

মামলাজট নিরসনে তিন দফা দাবি - ছবি : সংগৃহীত

মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা পালন ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

দাবি তিনটি হলো :

১. প্রশিক্ষিত মেডিয়েটরদের মধ্যে থেকে দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগ,

২. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রচলিত রুলস সংশোধন করে উভয় বিভাগে মেডিয়েশন সেন্টার রাখার বিষয় সংযোজন করা এবং

৩. দেশের শিক্ষাব্যবস্থায় মাধ্যমিক স্তরের সিলেবাসে মেডিয়েশন সম্পর্কিত বিষয় অন্তভূক্ত করা।

কার্য নির্বাহী কমিটির সভায় বলা হয়,পাশ্ববর্তী রাষ্ট্র ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে মেডিয়েটরদের মধ্যে থেকে বিচারক নিয়োগ ও বিচার ব্যবস্থায় মেডিয়েশন-আরবিট্রেশন প্রয়োগ করে তারা এর সুফল পাচ্ছেন। কারণ একজন ভালো মেডিয়েটর একজন ভাল বিচারক হতে পারেন এবং মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, মুখপাত্র অ্যাডভোকেট মো: আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো: হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট আফসানা বেগম উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের

সকল