০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


যশোরে ধানের শীষের পোস্টার ছিড়ে দুর্বৃত্তদের আগুন

এভাবেই যশোর শহরের বিভিন্ন স্থানে টানানো ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলা হয় - নয়া দিগন্ত

রাতে যশোর শহরের বিভিন্ন এলাকায় টানানো ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে শহরের চৌরাস্তা মোড়, এমএম আলী রোড, মাইকপট্টিসহ আশপাশের এলাকায় টাঙানো ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে একদল সন্ত্রাসী। এসময় তারা পোস্টারে আগুন ধরিয়ে দেয়।

যশোর-৩ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানান, গত সোমবার প্রতীক বরাদ্দের পর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ধানের শীষের পোস্টার টানানো হয়। নির্বাচনী বিধি মেনেই প্রচারণার অংশ হিসেবে এসব পোস্টার লাগানো হয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এসব পোস্টার ছিড়ে ফেলা হয়।

তিনি আরো বলেন, ধানের শীষের পোস্টার ছিড়েও তারা ক্ষ্যান্ত হয়নি, তারা তাতে আগুনও ধরিয়ে দেয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পরপরই যশোরে ক্ষমতাসীনদলের পক্ষ থেকে সর্বত্র ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আচরণবিধি ভঙ্গ করে সভা-সমাবেশ করা হচ্ছে। অথচ আমাদের নেতাকর্মীদের প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারেনা বলে দাবি করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বিষয়টি জেলা রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।

জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, রাতে পোস্টার ছিড়ে ফেলার বিষয়টি তারা জানতে পেরে সাথে সাথে যশোর কোতয়ালী থানার পুলিশ জানান। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ ওই রাতে সারা শহরেই পুলিশের টহল জোরদার ছিলো।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততই শাসকদল মরিয়া হয়ে উঠছে। তারা বিএনপির নিশ্চিত বিজয় জেনে সর্বত্র ভীতি সৃষ্টি করছে। অথচ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জেলা রিটার্নিং অফিসারের প্রতি আহবান জানান।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল