২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মেসিকে পাঁচ লক্ষবার সেরা হিসেবে মেনে নিয়েছি : লিভারপুল কোচ

ইয়ুর্গেন ক্লপ ও লিওনেল মেসি - ছবি : সংগৃহীত

ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন লিওনেল মেসি। তবুও চ্যাম্পিয়ন্স লিগ উইনে বিশেষভাবে অবদান রাখায় শিষ্য ভার্জিল ব্যান ডাইকের হাতে পুরস্কারটি উঠলেও নারাজ হতেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে শিষ্যেকে আরো ভালোভাবে খেলায় মনোযোগী হতে বললেন তিনি।

মেসির ব্যালন জেতা প্রসঙ্গে তিনি ক্লপ বলেন, ‘সিদ্ধান্তটি সাংবাদিকদের, তাই না! তাদের সিদ্ধান্তকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। তারা ঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

তার মতে মেসির থেকে উচ্চমানের ফুটবলার এই বিশ্বে আর কেউ নেই।

নিজ সতীর্থ ভ্যান ডাইকের প্রশংসা করে ক্লপ বলেন, ‘তারপরেও আমি চেয়েছিলাম এবার পুরস্কারটি ভ্যান ডাইকই জিতুক। সত্যি বলতে এমন সুন্দর ডিফেন্সিভ সিজন কেউই হয়তো কখনোই কাটাতে পারেনি।’

এরপরই মেসির শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে ক্লপ জানিয়েছেন, ‘লিওকে আমি আমার জীবনে মনে হয় পাঁচ লক্ষবার সেরা ফুটবলার হিসেবে মেনে নিয়েছি। যখন আমি অনেক ছোট ছিলাম তখন পেলে ও বেকেনবাওয়ারকে দেখেছিলাম, তারপর ম্যারাডোনাকেও দেখেছিলাম। আমি জানি না তারা ঠিক কোন মানের ফুটবলার ছিলো। আমার কাছে মেসিই সেরা। তার থেকে প্রতিভাবান ফুটবলার, এই ফুটবল দুনিয়া কখনো দেখেনি আর দেখবোও না।’

সূত্র : মুন্ডে দেপোর্তিভো, দ্য গার্ডিয়ান


আরো সংবাদ



premium cement