২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আজও শূন্য হাতে ফিরলেন মাশরাফি

-

রংপুর রাইডার্সকে সহজ লক্ষ্য দিলো রাজশাহী কিংস। নির্ধারিত ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ ১৩৫ রান। সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত ছিলেন জাকির হাসান। আর রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন মাশরাফি মর্তুজা ও ফরহাদ রেজা।

এদিকে ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরে গেছেন অধিনায়ক মাশরাফি মতুর্জা। কোনো রানই করতে পারেননি তিনি। এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও শূন্য হাতে ফিরেছেন তিনি।

রংপুরের সংগ্রহ এখন ১ উইকেটে ২ রান। ক্রিজে আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল ও মোহাম্মদ মিথুন।

মাশরাফি মর্তুজার বোলিং তোপে রাজশাহীর টপ-অর্ডারে ধস নেমেছে। তবে সেই বিপদ ধীরে ধীরে সামলে উঠছে মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান জুটি। ইতোমধ্যে ৩৩ রানের পার্টনারশিপ গড়েছে তারা। দলের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শূন্য হাতে ফিরে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন আরেক ওপেনার মুমিনুল হক।

পরের ওভারে মাঠ ছাড়েন সৌম্য সরকার। মারমুখী হয়েই খেলছিলেন তিনি। ১৩ বলে দুই বাউন্ডারি ও একটি ছক্কা হাকিয়ে ১৮ রান করেন তিনি।

মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান জুটি কিছুটা প্রতিরোধ গড়ে। তবে তা বেশিক্ষণ নয়। হাফিজ সাজঘরে ফিরলে ধারাবাহিক উইকেটে ১৩৫ রানে থামে রাজশাহী।

এর আগে দুপুর দেড়টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ইতোমধ্যে চারটি ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রংপুর। সর্বশেষ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছে তারা। আজ তাদের পঞ্চম ম্যাচ।

প্রতিপক্ষ রাজশাহী তিনটি ম্যাচ খেলেছে। তবে জিতেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা।


আরো সংবাদ



premium cement