২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জয়ের ধারা অব্যাহত মেসিদের

জয়ের ধারা অব্যাহত মেসিদের - ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা’লিগায় জয়ের ধারা অব্যাহত লিওনেল মেসির বার্সেলোনার। শনিবার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল সোসিদাদকে। ম্যাচের ১২ মিনিটে আর্টিজের গোলে লিড নেয় রিয়াল সোসিদাদ। তারা খেলে ৪-৩-১-২ ছকে। বার্সেলোনা খেলে ৪-৩-৩ ফর্মেশনে। গোলে মার্ক আন্দ্রে টের স্টেগেন। চার ডিফেন্ডার নেলসন সেমেডো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি, জর্ডি আলবা। মাঝমাঠে সের্গি রবার্তো, ইভান র‌্যাকেটিচ, রাফিনহা। আপফ্রন্টে লিও মেসি, লুই সুয়ারেজ ও উসুমানে ডেম্বেলে। ম্যান অফ দ্য ম্যাচ হন ডেম্বেলে।

১২ মিনিটে এক চোখ ধাঁধানো গোল করে রিয়াল সোসিদাদকে এগিয়ে দেন আর্টিজ। বাঁ-পায়ের হাফ ভলিতে তিনি গোলটি করেন। বিরতিতে বার্সা ০-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেলসন সেমেডো’র জায়গায় মাঠে নামেন ফিলিপ কুটিনহো। এরপর ৫৭ মিনিটে রাফিনহার বদলে নামেন বুস্কেটস। ৬৩ মিনিটে রিয়াল সোসিদাদের গোলরক্ষক দু’বার বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় লুই সুয়ারেজ ক্লোজ রেঞ্জ থেকে ফিনিশ করেন (১-১)। ৩ মিনিট পরেই উসুমানে ডেম্বেলে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন ভলি মেরে। তবে রিয়াল সোসিদাদ অন্তিম মুহূর্তে তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ম্যাচে ৬৭ শতাংশ বল পজেশন ছিল বার্সার।

ইডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে জয়ী চেলসি

লিভারপুলকে খেতাবি দৌড়ে রীতিমতো তাড়া করছে চেলসি। শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারাল চেলসি। যদিও কার্ডিফ সিটি প্রথম গোল করে এগিয়ে যায়। এরপর চেলসির প্রাণভোমরা ইডেন হ্যাজার্ড পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক করে। অন্তিম মুহূর্তে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে উইলিয়ান দলের চতুর্থ গোলটি করেন।

এদিন চেলসির হয়ে স্ট্রাইকার অলিভার জিরু আদৌ ফর্মে ছিলেন না। কিন্তু তাঁর ব্যর্থতা ঢেকে দেন ইডেন হ্যাজার্ড। ১৬ মিনিটে সোল বাম্বা প্রথম গোল করে এগিয়ে দেন কার্ডিফ সিটিকে। এরপরেই মরিসিও সারির কোচিংয়ে ঘুরে দাঁড়ায় চেলসি। ৩৭ মিনিটে দুরন্ত ফিনিশ করে ম্যাচের সমতা ফেরান ইডেন হ্যাজার্ড। তাকে স্কোয়ার পাস বাড়ান অলিভার জিরু। এরপর বেনেটকে কাটিয়ে হ্যাজার্ড লক্ষ্যভেদ করেন। ৪৪ মিনিটে আবার চেলসির হয়ে গোল করেন হ্যাজার্ড। এটি ছিল একটি অসাধারণ মুভমেন্ট। মার্কোস অ্যালোন্সো বল বাড়ান পেড্রোকে। তিনি কাটব্যাক করে বক্সে বল এগিয়ে দেন। মুহূর্তে সেই বল গোলে পাঠান ইডেন হ্যাজার্ড। ৬৮ মিনিটে পেড্রোকে তুলে নিয়ে কোচ মাঠে নামান উইলিয়ানকে। ৮০ মিনিটে হ্যাটট্রিক করেন ইডেন হ্যাজার্ড। তার শট ডান পোস্টের কোণ দিয়ে গোলে ঢুকে যায়। অতঃপর ৮৩ মিনিটে ডান পায়ের দূরপাল্লার শটে জাল কাঁপিয়ে দেন উইলিয়ান।


নেইমার-এমবাপেকে ছাড়াই বড় জয় পিএসজি’র
লিভারপুল ম্যাচের প্রস্তুতিটা দারুণ হল পিএসজি’র৷ দুই তারকা খেলোয়াড় নেইমার ও এমবাপেকে ছাড়ায় লিগ ওয়ানে সাঁজা এতিয়েনেকে ৪-০ হারাল কাভানি-দি’মারিয়ারা৷

পরের সপ্তাহেই লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে পিএসজি৷ এ কথা মাথা রেখে শুক্রবারের ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে ফ্রান্সের এই তারকাখচিত দলটি৷ দু’দিন আগেই ব্রাজিলের হয়ে মার্কিন মুলুকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দেওয়া নেইমারেক বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন কোচ টমাস টুচেল৷ এছড়াও নির্বাসনের জন্য মাঠে নামতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এমবাপে৷ যদিও জয় পেতে অসুবিধা হয়নি পিএসজি’র৷ সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল নেইমারদের ক্লাব৷

দুই তারকা খেলোয়াড় না-থাকায় তরুণ জুলিয়ান ড্র্যাক্সলারকে দিয়ে ম্যাচ শুরু করান কোচ৷ ম্যাচের প্রথমার্ধেই হেডে গোল করে দলকে এগিয়ে দন জার্মান ফুটবলার৷ ২২ মিনিটে মার্কো ভেরাতির লং পাশ থেকে গোল করেন জুলিয়ান৷ দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে ব্যবধান বাড়ান কাভিনি৷ ৫১ মিনিটে কাভানির গোলে ব্যবধান ২-০ করে পিএসজি৷ মরশুমে এটি তৃতীয় গোল উরুগুয়ে ফরোয়ার্ডের৷ ম্যাচের তৃতীয় গোলটি আসে দি’ মারিয়ার পা থেকে৷ বাঁ-পায়ে তার জোরালো শট ৩-০ করে পিএসজি৷ চতুর্থ গোলটি আসে ম্যাচের শেষ দিকে৷ ৮৪ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্তিত হিসেবে এদিন মাঠে নামা মৌসা দিয়াবি৷


আরো সংবাদ



premium cement
দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সকল