১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


জুতো ছিল না, খালি পায়ে হাঁটতেন ম্যারাডোনা

ম্যারাডোনা
দিয়েগো ম্যারাডোনা - সংগৃহীত

ছেলেবেলায় জুতো ছিল না। খালি পায়ে হাঁটতেন তিনি। বলা হচ্ছে, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার কথা। অথচ এখন প্রচুর টাকার মালিক তিনি। তবুও ফেলে আসা দিনের কথা তার মনে পড়ে। তাই বেলারুশের ঠাণ্ডায় থাকার প্রসঙ্গ উঠতেই বলে ওঠেন, ‘‘যখন ছোট ছিলাম, তখন আমার পায়ে জুতোই থাকত না। খালি পায়ে হাঁটতাম। এখানকার বরফ নিয়ে আমি ভয় পাচ্ছি না। বেলারুশে থাকতে আমার কোনো সমস্যাই হবে না।’’

কিন্তু আর্জেন্টাইন মহাতারকা বেলারুশে থাকবেন কেন? রাশিয়া বিশ্বকাপের পরেই নতুন দায়িত্ব ম্যারাডোনার কাঁধে। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের ভূমিকায় বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী। বেলারুশের ক্লাবের সাথে ম্যারাডোনার তিন বছরের চুক্তি। সংযুক্ত আরব আমিরশাহি থেকে নতুন স্পনসর পেয়েছে ডায়নামো ব্রেস্ট। ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।

নতুন ক্লাবের পরিকল্পনার কথা বিস্তারিত ভাবে জানানো হয়েছে ম্যারাডোনারকে। চ্যালেঞ্জ নিতে পিছপা হননি তিনি। অতীতেও তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। পালিয়ে যাননি।

সংবাদমাধ্যমকে ম্যারাডোনা জানিয়েছেন, ‌চ্যালেঞ্জ নিতে তিনি একেবারেই ভয় পান না। এরকমই একটা চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি ছিলেন। অ্যাকাডেমির বাচ্চাদের বড় ফুটবলার করার বাসনা রয়েছে ম্যারাডোনার। তবে দিয়েগো ম্যারাডোনা যেমন খামখেয়ালি স্বভাবের, তাই কতদিন তিনি এই দায়িত্ব পালন করবেন, তা নিয়েই সন্দেহ রয়েছে।


আরো সংবাদ



premium cement