২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


গুঁড়োদুধের অবস্থাও দেখা দরকার : হাইকোর্ট

-

হাইকোর্ট বলেছেন, দেশীয় কোম্পানি ও খামারিরা ভালো থাকুক। তবে দুধ উৎপাদনের মান ঠিক রাখতে হবে। দেশীয় কোম্পানিকে সংশোধনের মধ্যে এনে প্রতিষ্ঠিত করা, কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। দুধের মান নির্ণয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। আমরা তরল দুধ নিয়ে আছি তবে গুঁড়োদুধের কী অবস্থা সেটাও দেখা দরকার।
আদালত বলেন, আমরা চাই দেশীয় দুধের বাজার যেন প্রসারিত হয়। তবে যেন অনিরাপদ না হয়। পাস্তুরিত দুধ বেচাকেনা বন্ধের সুযোগে বিদেশী গুঁড়োদুধ যেন দেশীয় বাজার দখল না করে।
দুধে সিসার উপস্থিতি নিয়ে সুয়োমুটো এক মামলার শুনানিতে গতকাল সোমবার এমন মন্তব্য করেন বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে আদালত আগামী ২০ অক্টোবর আদেশের দিন নির্ধারণ করেন।
আদালতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম। বিএসটিআইর পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব।
প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি কয়েকটি জাতীয় দৈনিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে পুষ্টির অন্যতম প্রধান জোগান হিসেবে বিবেচিত গরুর দুধ বা দুগ্ধজাত খাদ্যে এবার মিলেছে মানুষের শরীরের জন্য ক্ষতিকর নানা উপাদান। ১০ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ পেয়েছে সরকারের জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারের প্রতিবেদনে।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, গরুর খোলা দুধে অণুজীবের সহনীয় মাত্রা সর্বোচ্চ ৪ থাকার কথা থাকলেও পাওয়া গেছে ৭.৬৬ পর্যন্ত। এরপর সংশ্লিষ্ট প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মামুন মাহবুব।
পরে আদালত দুধে সিসা মিশ্রণকারীদের শাস্তির আওতায় আনার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। এ ছাড়া রুলে দুগ্ধজাত খাবারে ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি খাদ্যে ভেজালের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

 


আরো সংবাদ



premium cement
এক হাতে ত্রাণ, আরেক হাতে বোমা : আন্তর্জাতিক সম্প্রদায়কে যা বললেন শাইখুল আজহার গাজায় ইসরাইলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ করছে : ইসরাইলি কমান্ডার শূন্যের মধ্যে আর্থিক খাত, যেকোনো সময় ক্র্যাশল্যান্ডিং হতে পারে : রিজভী যশোরে এমপি নাবিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ফোনে যা বললেন পুতিন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন ক্লান্ত গার্দিওলা মিরসরাইয়ে এক রাতে ২ গরু হারিয়ে নিঃস্ব দরিদ্র কৃষক পর্যটনখাতে অবদানে অ্যাওয়ার্ড দেবে টোয়াব রাজশাহীতে পুলিশ কনস্টেবলের নামে দুদকের মামলা ফরাসি অঞ্চলে অস্থিরতা, তুরস্ক ও আজারবাইজানকে দুষছে ফ্রান্স

সকল