০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

-

গ্রেফতারি পরোয়ানার প্রায় ২০দিন পর ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ফেনীর সোনাগাজী থানার আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেমকে। গতকাল রোববার দুপুরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তবে যেহেতু তার মামলাটির গ্রেফতারি পরোয়ানা ফেনীর সোনাগাজী থানায় দেয়া হয়েছে তাই মোয়াজ্জেমকে তাদের হাতে তুলে দেয়া হবে।
গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার আসামি মোয়াজ্জেম হোসেনকে গতকাল হাইকোর্টের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। যেহেতু মামলা ফেনী পুলিশ তদন্ত করছে মোয়াজ্জেমকে তাদের কাছে হস্তান্তর করা হবে। সোনাগাজী মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়ে তুমুল সমালোচিত হন ওসি মোয়াজ্জেম। নুসরাত দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে নিহত হওয়ার পর ওই ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলায় মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জানা গেছে, মোয়াজ্জেম জামিনের জন্য গতকাল সকালেই হাইকোর্ট এলাকায় আসেন। একজন অ্যাডভোকেটের মাধ্যমে তার মামলার শুনানির জন্য কোর্টে আবেদন করেন। সোমবার তার মামলার শুনানির দিনও ধার্য করা হয়েছিল। কিন্তু আদালত চত্বরে গোয়েন্দা পুলিশের নজরে পড়ায় তিনি গা ঢাকা দিতে চত্বর থেকে বাইরে চলে আসেন। আর ঠিক তখনি শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
হাইকোর্টে সোনাগাজী থানার সাবেক এই ওসির সঙ্গে থাকা তার সাবেক গাড়িচালক মোহাম্মদ জাফর জানান, জামিনের জন্য সকাল ১০টায় তারা অ্যাডভোকেট সালমা ইসলামের চেম্বারে যান। সেখান থেকে তারা আদালতে গিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলাটির শুনানির জন্য আবেদন করেন। বেলা ১টার দিকে আবেদনটিতে নম্বর পড়ে। নম্বর: ৪২৭৭০। এ সময় তাদের জানানো হয় সোমবার সকাল ১০টায় মামলাটির শুনানি হবে। দুপুরে মোয়াজ্জেম খাবার খেতে হাইকোর্ট চত্বরের বাইরে যান। কিন্তু সেখানে গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে ফিরে আসেন। কিন্তু শেষ পর্যন্ত শহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করেছিলেন সাবেক ওসি মোয়াজ্জেম। সম্প্রতি তিনি দাড়ি-গোফ লম্বা রেখে বেশভুষা পরিবর্তন করেন। যার কারণে অনেকেই প্রথম দেখায় তাকে চিনতে পারছিলেন না। প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদি হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় একটি মামলা করেন। ওই মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আসামি করা হয়। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য নেয়া ওসি মোয়াজ্জেম। ওই বক্তব্য আবার তিনি ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। গত ৬ এপ্রিল এইচএসসি সমমানের আলিম আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে গত ১০ এপ্রিল নুসরাত মারা যান। এরপরই নুসরাতকে জিজ্ঞাসাবাদের নামে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাদির জবানবন্দী গ্রহণ ও মামলার নথি পর্যালোচনা করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এত দিন তিনি আত্মসমর্পণও করেননি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল