০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আয়োজকদের ফাঁসালেন অঙ্কিত, মাতালেন নোবেল-সানা খান-আনিকা

-

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়ে গেল ‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট-১’ শীর্ষক কনসার্ট। দুই হাজার, পাঁচ হাজার ও পনেরো হাজার টাকার টিকিট কেটে এ কনসার্ট উপভোগ করতে এসেছিলেন অনেক দর্শক শ্রোতা। অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন ভারতের ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি ও বলিউড তারকা সানা খান। কিন্তু অনুষ্ঠানে বিগবস খ্যাত তারকা সানা খান পারফরম করলেও আসেননি অঙ্কিত। বাংলাদেশ থেকে এই আয়োজনে আরো ছিলেন ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছিলেন এই প্রজন্মের শিল্পী তাসনিম আনিকা। রাত ৮টার পরে কনসার্ট শুরু হয়। মাইক্রোফোন হাতে মঞ্চে হাজির হন দুই উপস্থাপক ফুয়াদ ও শান্তা জাহান। তাসনিম আনিকা মঞ্চে এসে বাপ্পা মজুমদারের ‘বায়ান্না তাস’, ‘মন ভাবে যারে এই মেঘলা দিনে’, ‘ইটস মাই লাইফ’ এবং আইয়ুব বাচ্চুর স্মরণে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’সহ নিজের গাওয়া ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’সহ বেশ কিছু গান পরিবেশন করেন। এর পরেই স্টেজে হাজির হন বিগবসখ্যাত ভারতের তারকা সানা খান। ‘ছাম্মা ছাম্মা’, ‘বাম ডিগি ডিগিবাম’, ‘পাল্লু লাটকে’সহ জনপ্রিয় বেশকিছু হিন্দি গানের সাথে পারফরম করেন তিনি। রাত ১০টার পর স্টেজে আসেন গায়ক নোবেল। শুরু করেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে। এরপর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে শোনান। অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা তার গান বেশ উপভোগ করেন। করতালির সাথে তাকে আরো বেশি গান গাওয়ার জন্য উৎসাহ দেন। এরপর নোবেল জেমসের গাওয়া ‘তারায় তারায়’, ‘বাবা’ গানে উচ্ছ্বাসে মেতে ওঠে দর্শকেরা। খ্যাতিমান শিল্পীদের জনপ্রিয় বেশ কিছু গান কাভার করে মানুষের মন জয় করে নেন এ শিল্পী।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল