০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নিজের চ্যানেলে মৌসুমীর মন

-

পাওয়ার ভয়েজখ্যাত সঙ্গীতশিল্পী আয়েশা মৌসুমীর এখন পর্যন্ত যতগুলো মৌলিক গান প্রকাশিত হয়েছে, সব গানই তার নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করেছেন। এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ৩০ হাজারেরও বেশি লোক। কিন্তু তাতেই তৃপ্ত আয়েশা মৌসুমী। মৌসুমীর বিশ^াস, একদিন তার এই চ্যানেলটিই বিরাট বড় একটি প্লাটফর্মে পরিণত হবে। শিল্পীর আত্মবিশ^াসই শিল্পীকে অনেক দূরে নিয়ে যায়। হয়তো মৌসুমীর এই আত্মবিশ^াস একদিন মৌসুমীকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। এবারের ঈদ উপলক্ষে মৌসুমী নতুন গান নিয়ে হাজির হয়েছেন। গত ৩ জুন রাত ৮টায় মৌসুমী তার নিজের চ্যানেলে নতুন গান ‘মন’-এর মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীতায়োজন করেছেন অটমুনাল মুন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। নিজের নতুন গান প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গানটিতে মানুষের মন নিয়ে একটি বার্তা আছে। যে কারণে সেই বার্তাটি প্রসঙ্গে জানার জন্য দর্শক-শ্রোতাদের এ গানটি শোনা উচিত। গানের কথা যেমন মুন ভাই অনেক আন্তরিকতা নিয়ে লিখেছেন, ঠিক তেমনি গানের সুর সঙ্গীতায়োজনও করেছেন শ্রুতিমধুর। গানটি একবার কেউ শুনলেই ভালো লাগা ছুঁঁয়ে যাবে। নতুন গানটি শোনার জন্য সবার প্রতি আন্তরিক অনুরোধ থাকল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যও বিশেষ অনুরোধ রইল।’ ২০১২ সালে পাওয়ার ভয়েজের শীর্ষ বিশের মধ্যে ছিলেন তিনি। তবে ২০১৪ সালে এ মিজানের লেখা এবং অভিজিৎ চক্রবর্তী জিতুর সুরসঙ্গীতে ‘সাদা কালো’ গান দিয়ে তার যাত্রা শুরু। এটিই ছিল তার প্রথম মৌলিক গান। এটি তারই চ্যানেলে প্রকাশিত হয়। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন। এরপর তার ‘অভিমান’, ‘প্রেমে কারো পৌষ মাস’, ‘তাইরে নাইরে’ গানগুলো প্রকাশিত হয়। মৌসুমী নিজেকে গানে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করেছেন ওস্তাদ সুবীর চক্রবর্তী, ঋতুপর্ণা চক্রবর্তী ও সায়মা সুলতানা লিজার কাছে গানে তালিম নিয়ে। সিনেমায়ও গান গেয়ে প্রশংসিত হয়েছেন মৌসুমী। ‘ক্যাপ্টেন খান’, ‘বয়ফ্রেন্ড’ ও ‘মন নিয়ে লুকোচুরি’ সিনেমায় গান গেয়েছেন তিনি। একটি প্রাইভেট বিশ^বিদ্যালয়ে গ্রাফিক্সে অনার্সে অধ্যয়নরত মৌসুমীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তার বাবা মোহাম্মদ হোসেন ও মা নাসিমা বেগম।

 


আরো সংবাদ



premium cement