২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিজ্ঞাপনে জুটি হলেন শবনম এলিন

-

তৃতীয়বারের মতো বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন ও কৌতুকাভিনেতা এলিন। মেধাবী বিজ্ঞাপন নির্মাতা তারিকুল ইসলামের নির্দেশনায় জয় ডিটারজেন্ট পাউডার ও সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা দুইজন। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে এরইমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মডেল হিসেবে আরো ছিলেন সুহৃদ জাহাঙ্গীর, গোলাম মাওলা, নূসরাত লিয়াসহ আরো অনেকে। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে তারিকুল ইসলাম বলেন, ‘এর আগেও একই প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন শবনম আপা ও এলিন। আগের বিজ্ঞাপনটি দর্শক সমাদৃত হয়েছিল। তাই কোম্পানির প্রচারের স্বার্থে আবারো আমাকে নতুন একটি বিজ্ঞাপন নির্মাণের কথা বলায় তাদের দুইজনকে নিয়েই আবারো নতুন গল্পে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। এবারের বিজ্ঞাপনটি আরো বেশি সাড়া ফেলবে বলে আমি মনে করি।’ শবনম পারভীন বলেন, ‘এই নিয়ে তারিকুল ইসলামের নির্দেশনায় দ্বিতীয়বার বিজ্ঞাপনে আমার কাজ করা। তারিক বেশ গুছিয়ে পরিকল্পনা করেই কাজ করে। আমার বিশ^াস আগের বিজ্ঞাপনটির মতো এই বিজ্ঞাপনটিও বেশ সাড়া ফেলবে।’ জামালপুরের সন্তান শফিউল আলম তালুকদার এলিন রাগ বলেন, ‘ধন্যবাদ তারিক ভাইকে আমাকে আবারো বিজ্ঞাপনে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে।’ এলিনের ছোট দুই ভাই নিপু ও সপুও অভিনয়ে ব্যস্ত। নির্মাতা তারিকুল ইসলাম জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে প্রচারে আসবে। এদিকে শবনম পারভীন নির্দেশিত ও অভিনীত ‘হুরমতি’ সিনেমাটি শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে বলে জানান। শবনম পারভীন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দু’টি সিনেমা হচ্ছে ‘মায়াবিনী’ ও ‘দত্তা’। এরইমধ্যে তিনি শেষ করেছেন শ্রাবণ চক্রবর্তী দীপুর নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মের কাজ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার।

 


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল