১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


সারা দেশে ভোট ডাকাতি হয়েছে, পুনঃ নির্বাচন দাবি জেএসডির

-

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের নামে দেবিদ্বারসহ সারা দেশে ভোট ডাকাতি হয়েছে।

কুমিল্লা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন আজ রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, দেবিদ্বারের প্রায় সকল কেন্দ্রে গত রাতেই ব্যালট পেপারে সীল মেরে বাক্সে ঢুকানো হয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। সকালে এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর শতকরা ৯৫ ভাগ ভোট ধানের শীষ মার্কায় পড়ছে বুঝতে পেরে ১০টার পর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাদের নেতৃত্বে মাস্তান, পুলিশ দিয়ে কেন্দ্র দখল করে যেখানে এজেন্ট ছিল তাদেরকেও বের করে দেয়া হয় এবং ব্যালট পেপারে সীল মেরে বাক্স পূর্ণ করে।

বিবৃতিতে মালেক রতন আরো বলেন, ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের পর আজকের নির্বাচনের নামে ভোট ডাকাতি আবারো প্রমান করলো দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বশীল সংসদ নিশ্চিত করার জন্য অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচন অনুষ্ঠান করতে হবে।


আরো সংবাদ



premium cement