১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


২২ বছর পর ধানের শীষে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ইন্দুরকানীবাসী

-

দীর্ঘ ২২ বছর পর এবার ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জনগণ। ১৯৯৬ সালের ১২ জুন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ইন্দুরকানীর বিএনপি নেতাকর্মীরা এবং এলাকাবাসী সর্বশেষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছিলেন। পরে জামায়াতের সাথে জোটভুক্ত হওয়ায় পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী থাকায় শরীকদের সাথে আসন ভাগাভাগির কারণে এখানে বিএনপির কোনো প্রার্থী ছিলেন না। পরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় ইন্দুরকানী উপজেলা পিরোজপুর-২ আসনের অন্তর্ভুক্ত হয়। এবার এ আসনে বিএনপির’র প্রার্থী থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা এবং এলাকাবাসী ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন।

১৯৯৬ সালের ১২ জুন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়ায় তখন পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) বিএনপির’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন গাজী নুরুজ্জামান বাবুল। ২০০১ ও ২০০৮ সালে চারদলীয় জোটের প্রার্থী হন জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। প্রতীক ছিল দাঁড়িপাল্লা। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১৮ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়নি।

অপরদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় ইন্দুরকানী উপজেলা পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) অন্তর্ভুক্ত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় এ আসন থেকে একাধিক বিএনপি নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। এ কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। তারা বলেন, দল থেকে যাকেই প্রার্থী করা হবে তারা ঐক্যবদ্ধভাবে তার সাথে কাজ করবেন।

ইন্দুরকানী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ হাওলাদার বলেন, ২২ বছর পর আবার আমরা সেই পরিচিত ধানের শীষ প্রতীকে ভোট দিতে যাচ্ছি।


আরো সংবাদ



premium cement
প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন চেয়ারম্যান বরখাস্ত নড়িয়ায় তৃতীয়বারের মতো ইসমাইল হক ও ভেদরগঞ্জে ওয়াছেল কবির বিজয়ী ৭৬.৬২ শতাংশ ভোট পেয়ে জিতলেন মুক্তিযোদ্ধা কন্যা দিলারা পঞ্চগড়ের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা সরাইলে জামানত হারালেন ৭ জন, ভোট দেননি ৬৩.৯৪ ভাগ জামালগঞ্জ বিএনপির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসঙ্ঘে বাংলাদেশসহ ১৪৩ দেশের ভোট যুদ্ধবিরতি আলোচনা শেষে গাজায় ইসরাইলের হামলা সূর্যের পিঠে ২ লাখ কিলোমিটার দীর্ঘ ক্ষত গাজার রাফাহ সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ? মুসলিম নেতা ওয়াইসির টক্কর নিতে হায়দরাবাদে হিন্দুত্বের মাধবীলতা

সকল