০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


‘সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে’

বক্তব্য রাখছেন কমিশনার শাহাদাত চৌধুরী। - ছবি: নয়া দিগন্ত

প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না নির্বাচন কমিশন। তাই জাতির প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত এক অনুষ্ঠানে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটিআই ডিজি মোস্তফা ফারুক।

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগভাবে ও নিরপেক্ষতা বজায় রেখে করতে হবে। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা হলে কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement