২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমান সমান : সাবেক রাষ্ট্রদূত আব্দুস সালাম

-

সাবেক রাষ্ট্রদূত আব্দুস সালাম বলেছেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। ভারতের সহযোগীতা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু তাই বলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের বদলে নয়। আমাদের সম্পর্ক হতে হবে সমানে সমানে, ভাইয়ের মতো।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ আওয়াজ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ইন্দ্রো-বাংলা সম্মেলন-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক এ রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করেছে। একারণে আমরা খুবই অল্প সময়ে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে আসা আব্দুস সালাম বলেন, ভারতের সাথে অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে অনেক ইস্যুর মীমাংসা-ও হয়েছে। ইতোপূর্বে গঙ্গা ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে ভারত সরকারের সাথে আমাদের সরকারের সু-সর্ম্পক রয়েছে। তিস্তাসহ আরো যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেসবরেও সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জ্যোতি প্রকাশের স্বত্ত্বাধিকারী ও ইন্দো-বাংলা সেতু বন্ধনের সভাপতি মোস্তফা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যাক্তা সাংবাদিক আবু আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক আইনুলহক, পশ্চিমবঙ্গের  লেখক ও অভিনেত্রী অজন্তা দেব বর্মন, বাংলা টিভির বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরিইউ)সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ডিআরইউ’র কল্যাণ সম্পাদক কাওসার আজম, সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি, প্রাণিসম্পাদ বিশেষজ্ঞ ডা. আমিন উদ্দিন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল হাসান নয়ন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement