২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-


নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলারের তালিকায় দু’টি নতুন বই
সাহিত্য রাজনীতি থেকে আলাদা নয়। সাহিত্যে যেমন রাজনীতি আছে, রাজনীতিতেও সাহিত্য আছে। ফলে রাজনীতিকদের লেখা আত্মজীবনীও সাহিত্য হয়ে ওঠে। ইন্টারন্যাশনাল পেরিফেরিতে এ কথা যেমন সত্য, আমাদের দেশীয় বা উপমহাদেশীয় পারসপেক্টিভেও এ কথা সত্য। তাই কন্যা ইন্দিরাকে লেখা নেহরুর চিঠি সাহিত্য হয়ে ওঠে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী ’ ও আবুল মনসুর আহমদের আত্মজীবনী ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’-ও সাহিত্য হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচার আচরণে সারা বিশ^ বিরক্ত। বিরক্ত খোদ মার্কিন সমাজ। আর তাই তার ইমপিচমেন্টের চেষ্টা চলছে। এই ক্ষেত্রে বই লিখে এগিয়ে এসেছেন একজন বেনামী লেখক। তিনি ট্রাম্প প্রশাসনেরই একজন সিনিয়র অফিসার। তার বইয়ের নাম ‘এ ওয়ার্নিং’। আর স্বভাবতই লেখকের নাম অ্যানোনিমাস মানে অজ্ঞাত। এর সাদামাটা প্রচ্ছদও ব্যতিক্রমী। আর প্রকাশের পরপরই দারুই চলছে বইটি, উঠে এসছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বেস্ট সেলার বইয়ের তালিকার শীর্ষে। আর এ সপ্তাহেই এটি উঠে এসেছে তালিকায়। কি আছে এই বইয়ে, যা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন পাঠক পাঠিকারা? এই বইয়ে সেই অজ্ঞাত অফিসার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের মূল্যায়ন করেছেন আর সেই সাথে রেখেছেন নৈতিক আবেদন বা প্রশ্ন। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এই বইটি নন ফিকশন কমবাইন্ড প্রিন্ট ও ই-বুক সেকশনের বেস্ট সেলারের শীর্ষে আছে। আর ফিকশনের কমবাইন্ড প্রিন্ট ও ই-বুক তালিকায়ও উঠে এসেছে একটি নতুন উপন্যাস ‘এ মিনিট টু মিডনাইট’। লিখেছেন ডেভিড বালডাচি। তিনি কথাসাহিত্যে বেশ নাম করেছেন। এটা একটা ক্রাইম থ্রিলার। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন নারী অ্যাটলি পাইন। তিনি বহু বছর পর ফিরে আসেন তার নিজ শহরে ৩০ বছর আগে অপহৃত তার বোনের বিষয়ে অনুসন্ধান করতে। পরে জানতে পারেন এটা একটা সিরিয়াল কিলারের কাজ। আর তার পেছনেই ধাওয়া করে চলেছেন অ্যাটলি। তিনি সফল হবেন কি না বইটির পাঠকই সে বিষয়ে ধারণা পাবেন। আর নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার সম্পর্কে বলতে হয়। তারা নির্দিষ্ট সংখ্যক বইয়ের দোকানে এক সপ্তাহে বিক্রীত বইয়ের তালিকা ধরে বেস্ট সেলার লিস্ট তৈরি করেন। এটা চলছে বছরের পর বছর ধরে।

 


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল