২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কালো রঙের কবিতা

-


ঠোঁটে বিকেল নিয়ে উড়ে যায় নিঃসঙ্গ বলাকা
নীরবে ছুটছে নদীটা রাতের দিকে...
তার পর কাশফুল মিশে গেল রাতের অবয়বে;
ঠোঁটের বারান্দায় ঠোঁট ছোঁয়ার তৃষ্ণা, কুয়াশা ভেজা গ্রিলের শিক,
ক্রমশই স্পষ্ট হতে থাকে বেদনার নীল পাহাড়; ঘুম হয় না আমার।
মন জেগে থাকলে চোখ কী করে ঘুমায়...?
তার পর তুমুল অন্ধকারে উঁকি দেয় কালো রঙের কবিতা।
কবিতাকেই তো খুঁজছি..!
ভেজা কাকের মতো পাখনা ঝেড়ে উঠে দাঁড়াই। কবিতা কই?
খুঁজতে গিয়ে রাত হারাই


আরো সংবাদ



premium cement