২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


অবশেষে জমি ও বাড়ি পেলেন মানসিক ভারসাম্যহীন শাকিল

- সংগৃহীত

শরীয়তপুরে এক বছরেরও বেশি সময় ধরে ফুটপাতে সাইনবোর্ডের খুঁটির সাথে পায়ে শেকল বাঁধা অবস্থায় থাকার পর অবশেষে মাথা গোঁজার জন্য জমি ও বাড়ি পেয়েছেন মানসিক ভারসাম্যহীন শাকিল। বন্দিদশা অবস্থা থেকে শাকিলকে মুক্ত করতে এগিয়ে আসে ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট’ নামে একটি সংগঠন। তাদের তত্ত্বাবধানে শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে শাকিলের পরিবারের কাছে জমির দলিল ও পাকা বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নির্দেশে শাকিলের জন্য জমি বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়েছে। বাড়িটিতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া এবং শাকিলকে প্রতিবন্ধী ভাতা ও তার মায়ের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে।’

সার্ভিক সহযোগিতার জন্য ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহাবুর রহমান।

এ সময় শাকিলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জীবনে কল্পনাও করিনি শাকিলের একখণ্ড জমি হবে, একটি ঘর হবে। আমার মৃত্যুর পর এখন আর ছেলেকে মাথা গোঁজার জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না।’ সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement