০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


দৌলতদিয়া-পাটুরিয়ায় ১০ কি.মি. জুড়ে যানজট

-

ঘন-কুয়াশা, ফেরিস্বল্পতা ও বিশ্ব ইজতেমার অতিরিক্ত যানবাহনের চাপ একাকার হয়ে। দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানবাহনের লম্বা সিরিয়ালে সহস্রাধিক ছোট বড় গাড়ী আটকা পড়েছে। এতে করে এ রুটে চলাচল করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন জানা যায়, ঘন কূয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া আগামী ১০, ১১, ১২ জানুয়ানরি ঢাকার টঙ্গিতে ১ম পর্বে শুরু হওয়া বিশ্ব ইতেমা উপলক্ষে যানবাহনের অতিরিক্ত চাপ এবং প্রয়োজনের তুলনায় ফেরি কম থাকায় এ রুটে উভয় পাড়ে ২ সহস্রাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়েছে। এতে করে এ রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার বিকাল ৪টা নাগাদ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়াঘাট থেকে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানবাহনের লম্বা লাইন দেখা যায়। এ ছাড়া গোয়ালন্দ মোড়ে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫ শতাধিক মালামাল ভর্তি ট্রাক আটকে রাখতে দেখা যায়। এ সময় ইজতেমাগামী শত শত মুসল্লিদের মহাসড়ক দিয়ে পায়ে হেটে দৌলতদিয়া ঘাট যেতে দেখা যায়।

মহাসড়কে হাটার সময় খুলনা, যশোর, মাগুরা, ঝিনেদা, সাতক্ষিরা, কুষ্টিয়া থেকে আসা ইজতেমাগামী মুসল্লিরা জানান তাদের গাড়ী সিরিয়ালে আটকা পড়ায় তারা পায়ে হেটে দৌলতদিয়ায় যাচ্ছেন। এ ছাড়া শত শত যাত্রীদের লাগেজ পত্র নিয়ে হেটে যেতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এ রুটে ১৫টি ফেরি থাকলেও চলাচল করছে মাত্র ১৩টি। যান্ত্রিক ত্রুটির কারণে ২টি ফেরি মেরামতে রয়েছে। ওই সূত্রটি আরো জানায়, ৭-৮ ঘন্টা ফেরি বন্ধ থকলে এমনিতেই যানবাহনের চাপ বেড়ে যায়। তাছাড়া বিশ্ব ইজতেমার অতিরিক্ত যানবাহনের চাপ থাকার কারণে যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে আরো অতিরিক্ত ফেরি প্রয়োজন ছিল।

মহাসড়কে দেখা যায়, বাস, মিনিবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাকসহ কয়েক হাজার বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে সিরিয়ালে দাড়িয়ে আছে। এ সময় অসহায় যাত্রীরা ৩-৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে দৌলতদিয়া ঘাটে পৌঁছান। দূরপাল্লার যাত্রীরা যানবাহনের মধ্যেই আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহান। যানজটের সুযোগ নিয়ে অনেক রিক্সা, অটোরিক্সা ও মাহেন্দ্র চালকদের যাত্রীদের কাছ থেকে ১০ টাকার ভাড়া ১০০ টাকা পর্যন্ত আদায় করতে দেখা যায়। মহিলা ও শিশুদের প্রকৃতির ডাক সারতে চরম দুর্ভোগে পড়তে দেখা যায়।

দৌলতদিয়াঘাট বিআইডব্লিউটিসি’র ম্যানেজার আবু আব্দুল্লাহ রণি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ২টা থেকে সকাল সারে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তিনি আরো জানান, এ রুটে থাকা ১৫টি ফেরির দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে ১৩টি ফেরি চলাচল করছে। কিন্তু দীর্ঘ প্রায় ৮ ঘন্টা ফেরি বন্ধ থাকা বিশ্ব ইজতেমার কারণে মহাসড়কে কয়েকশত যানবাহন আটকা পড়েছে।


আরো সংবাদ



premium cement
গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি

সকল