২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
আ র ব দে শে র লো ক কা হি নী

গরিব ঘরের বিড়াল

-

(গত দিনের পর)

বুড়িকে দেখে বিড়ালের পেটের কথাগুলো মোচড়াতে থাকে। কখন বলবে সে বুড়ির কাছে। আর তর সইছে তার। ঘরে ফিরে বুড়ি কুঁড়েঘরের এক কোণে শুয়ে পড়ে। বিড়াল ভাবে, এই তো সুযোগ বলার। সে মিউ মিউ করে বুড়ির কাছে যায়।
বুড়ি বলে, কী রে মনু, আজ খেয়েছিস কি?
বিড়াল বলে, কী আর খাবো। দুটো তেলাপোকা ধরেছিলাম। তবে একটি খুশির কথা আছে। শোনো বলছি। কাল আমি সুলতানের বাড়ি খেতে যাবো। আমার নতুন বন্ধুটা আমাকে ওই বাড়িতে দাওয়াত দিয়েছে। মজার মজার খাবার খাওয়াবে সে।
বুড়ি বলেÑ ‘লোভে পাপ, পাপে মৃত্যু। সাবধান হও মনু। সাবধান হও। তুমি যে বন্ধুর কাছ থেকে পার্থিব মধুর ভাষা শুনে এসেছ, সেটার তিক্ততার কথা কি জানো? মনে রেখো, মধুর সাথেই মিশানো থাকে অম্ল, বিষ। বড়ই তিক্ত সে বিষ। শেষে যেন মধুর লোভে বিষ খেয়ে এসো না। বলি, দুনিয়াটা বড় কঠিন জায়গারে মনু। পদে পদে বিপদ, পদে পদে মারণফাঁদ। মজার খাবারের লোভে শেষে মরণকে ডেকে এনো না যেন’।
(চলবে)


আরো সংবাদ



premium cement