০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


কে কী কেন কিভাবে

কনকলতা

-

আজ তোমরা জানবে কনকলতা সম্পর্কে । এটি আগুন গলা সোনার মতো টকটকে কমলা-হলুদ। সেজন্যই বোধহয় বাঙালি পুষ্পবিদেরা লতানো এ ফুলটির নাম দিয়েছেন ‘কনকলতা’। লিখেছেন মৃত্যুঞ্জয় রায়
কনকলতার ইংরেজি নাম কী? গোল্ডেন শাওয়ার। শাওয়ার থেকে যেমন জলধারা গুচ্ছাকারে নেমে আসে নিচের দিকে, ঠিক তেমনি এ ফুলটি। অসংখ্য নলাকার ফুল গোছা ধরে লতা থেকে ঝুলে থাকে আধোমুখ করে। কুঁড়িগুলো দেখে তো মনেই হয় যে ওগুলো যেন পানির কোনো লম্বা ফোঁটা, নলাকার কুঁড়ির গোড়াটা সরু, মাথাটা জলের ফোঁটার মতোই গোলাকার ফোলা। রঙটাও আগুন গলা সোনার মতো টকটকে কমলা-হলুদ। সেজন্যই বোধহয় বাঙালি পুষ্পবিদেরা লতানো এ ফুলটির নাম দিয়েছেন ‘কনকলতা’। তবে পৃথিবীর সব মানুষ একে চেনে চুৎড়ংঃবমরধ াবহঁংঃধ নামে, যার পরিবার হলো ইরমহড়হরধপবধব. ফুলের রঙ উজ্জ্বল কমলা-হলুদ, সরু নলের মতো। গাছ মোটামুটি কষ্ট সইতে পারে, বাড়তে দিলে ঝোপ বানাতে পারে। লতিয়ে চলার জন্য ওর অবলম্বন দরকার হয়। কষ্ট সইতে পারলেও ফুল ফোটার কিছু দিন আগেও ফুল ফোটার সময় গাছের গোড়ায় পানি দিলে ভালো হয়। এতে ফুল ফোটে বেশি আর ঝরে কম। দাবা কলম করে সহজেই এর চারা করে নেয়া যায়। এ কাজের জন্য বর্ষাকাল ভালো। প্রবেশপথের দুই ধারে দু’টি কনকলতার গাছ খুবই শোভনীয়। এর আদিনিবাস ব্রাজিল।


আরো সংবাদ



premium cement