১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

ছাব্বিশ.
কিন্তু মেনে নিতে পারল না সুজা। ‘শহর এখান থেকে কত দূর?
‘কেন?’ ভুরু নাচাল রেজা। ‘তুমি ভাবছ নেকড়েরা শহরের সীমানায় ঢোকে না?’
‘দেখো, রেজা, ইয়ার্কি না!’ ফিরে তাকাল সুজা। নীরব কালো গভীর বন। বনের ভেতর কিছু ছায়ার নড়াচড়া। ওগুলোকে শুধু ছায়া ভেবেই সান্ত¡না পেতে চাইল সে।
‘লূকও মিথ্যে বলে থাকতে পারেন,’ আগের প্রসঙ্গে ফিরে গেল রেজা। ‘গোল্ডের সঙ্গে তাঁর শত্রুতা। বুড়োর বিরুদ্ধে বলতেই পারেন।’
শহরে সীমানার বাইরের শেষ ঢালটা পেরোচ্ছে ওরা, এমন সময় শহরের প্রান্তের একটা কেবিন থেকে বিগ্স্কে বেরোতে দেখল। সুজা বলল, ‘ভোটের প্রচার করতে বেরিয়েছে। যাই বলো, ভীষণ পরিশ্রমী লোক। চলো, গোল্ডকে টাকা দিয়েছে কি না জিজ্ঞেস করি।’
বিগ্স্ও ওদের দেখেছে। দাঁড়িয়ে গেল। ওরা কাছে গেলে জিজ্ঞেস করল, ‘খনি দেখতে গিয়েছিলে নাকি?’
‘কী করে জানলেন?’ রেজার প্রশ্ন।
‘অনুমান। ওদিক থেকেই এলে তো।’
‘গোল্ড ফেরানির প্লেসার মাইন দেখতে গিয়েছিলাম,’ রেজা জানাল।
‘ভালই করেছ,’ বিগ্স্ বলল। ‘এখানকার একটা দর্শনীয় জায়গা। টুরিস্টকে দেখানোর উপযোগী করে তৈরি করা গেলে গোল্ড রাশ টাউন হিসেবে কদর বেড়ে যাবে গ্লিটারের।’
সুজা বলল, ‘আপনাদের থিম-প্ল্যান নিয়ে গোল্ড কিন্তু খুব আশাবাদী।’
মাথা ঝাঁকাল বিগ্স্। ‘হবেই। ওর ওই খনি ওকে স্টার বানিয়ে দেবে। হলিউডের ছবিতে যে সব স্বর্ণসন্ধানীদের দেখো, সবাই অভিনেতা, ওর মতো আসল স্বর্ণসন্ধানী ওরা কোথায় পাবে? গ্লিটারে থিম পার্কের সবচেয়ে বেশি বেতনভোগী লোকও যদি হয়ে ওঠে ও, অবাক হব না।’
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল