১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


স্ক ট ল্যা ন্ডে র রূ প ক থা বেশি চালাকির ফল

-

(গত দিনের পর)

এখানে জোরাজুরির কোনো অবকাশ নেই। মিনমিন করে সে শেয়ালের প্রশ্নের জবাব দেয়,
ও, এই কথা। খুবই সহজ প্রশ্ন।
মৃদুকণ্ঠে রাজহাঁস আরো বলতে থাকে,
তুমি কি সত্যি জানতে চাচ্ছো, ওই পরিস্থিতিতে আমি কী করতাম? নাকি ঠাট্টা করছো আমার সাথে?
শেয়াল মুচকি হেসে বলে,
না রে ভাই, তুমি ভুল ভাবছো। একটুও ঠাট্টা-তামাশা করছি না। সত্যি সত্যিই কথাটা জানতে ইচ্ছে করছে আমার। আহা! বলোই না, কী করতে তুমি তখন!
রাজহাঁস কয়েক মুহূর্ত কী যেন ভাবে। ভাবনা-চিন্তা করে মনটা কিছু হালকা হয় যেন। তারপর আত্মবিশ্বাসের সাথে বলে শেয়ালকে,
এত করেই যখন জানতে চাচ্ছো, শোনো তাহলে। প্রথমে আমরা হাত গুটিয়ে নিতাম। তারপর দুই চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতাম। এর কারণ হলো, মহাপ্রভুর কৃপার কারণেই তো এই সফলতা পেলাম আমি। সুতরাং সবার আগে তাকে ধন্যবাদ জানাতেই হয়। না জানালে একটুও ভালো দেখায় না।
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল