২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ক্যাসিনোতে উড়ছে টাকা

অন্ধকার জগতের নিয়ন্ত্রণে প্রভাবশালীরা

অন্ধকার জগতের নিয়ন্ত্রণে প্রভাবশালীরা - ছবি : সংগৃহীত

রাজধানীতে গড়ে ওঠা অবৈধ ক্যাসিনোকে কেন্দ্র করে যেন টাকা উড়ছে। চলছে মদ, ইয়াবা ও হেরোইন বেচা-কেনা আর নারীকে কেন্দ্র করে অশ্লিলতা। অন্ধকার জগতের এসব কর্মকান্ডের নিয়ন্ত্রণে রয়েছেন রাজনৈতিক দলের প্রভাবশালীরা।

রাজধানীর ক্লাবপাড়াসহ অভিজাত এলাকায় ক্লাবের নামে বছরের পর বছর ধরে অবৈধভাবে ক্যাসিনো (জোয়ার আসর) গড়ে উঠলেও এর প্রতি নজর পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর। এসব ক্যাসিনোর সঠিক সংখ্যা নিরুপন না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মতে বর্তমানে ঢাকা ও আশপাশে শতাধিক ক্যাসিনো রয়েছে। অভিযোগ রয়েছে রহস্যজনক কারণেই আইনশৃঙ্খলা ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

সূত্র জানায়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ক্লাবের ক্যাসিনোতে বছরের পর বছর ধরে নিপুণ, চড়চড়ি, ডায়েস, ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, রেমি, ফ্ল্যাসসহ বিভিন্ন ধরনের তাস খেলা বা কথিত ইনডোর গেমস-এর নামে জুয়া খেলা চলছে। এসব ক্লাবে ক্যাসিনোর নামে শুধু জুয়া খেলাতেই সিমাবদ্ধ নয়, পাশাপাশি অবাধে মাদক বেঁচা-কেনা ও নারীদের নিয়ে অশ্লিলতা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকার ক্লাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব, ক্লাব প্যাভিলিয়ন ফকিরাপুল, আরামবাগ ক্লাব, দিলকুশা ক্লাব, ডিটিএস ক্লাব, আজাদ বয়েজ ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, বিজি প্রেস স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি ক্রীড়াচক্র বিমানবন্দর কমান্ড। এছাড়া রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও মিরপুর এলাকায় রয়েছে ক্লাবের নামে বিভিন্ন ক্যাসিনো।

রাজধানীর বাইরের ক্লাবগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জের সানারপাড় বর্ণালী সংসদ, বগুড়ার রহমান নগর ক্রিকেট ক্লাব, চাঁদপুরের মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ফ্রিডম ফাইটার (৫ নম্বর গুপ্তি ইউনিয়ন পরিষদ), নোয়াখালীর শহীদ শাহ আলম স্মৃতি সংসদ হলরুম, সোনাইমুড়ী, বরিশালের সেতুবন্ধন ক্লাব ও লাইব্রেরি, ও চট্টগ্রামের মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাম।

সূত্র জানায়, রাজধানীতে ক্লাবপাড়া ফকিরাপুলে ক্যাসিনোতে প্রতিদিন কোটি কোটি টাকার জুয়ার আসর বসে। পাশাপাশি নানা ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা চলে ক্যাসিনোতে। অথচ এসব ক্লাবগুলো মতিঝিল থানার আশপাশে হলেও রহস্যজনক কারণে পুলিশ বরাবরই ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব ক্যাসিনো পরিচালিত হয়ে আসছে।

বুধবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের মধ্যদিয়ে অন্ধকার জগতের এসব ক্যাসিনোর খবর প্রকাশ পায়।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল