২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাওয়া গেল সেই বিস্ময়কর শিশু ক্রিকেটারের পরিচয় (ভিডিও)

-

নিখুঁত কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ। নিখুঁত তার টেকনিক। যেন পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। অথচ পরনে তার ডায়াপার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে বিস্ময়কর এক শিশুর এই ভিডিও। মাসখানেক আগে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এই খুদে ক্রিকেটারের ছবি টুইট করেন। শনিবার কেভিন পিটারসেন সেই বিস্ময় শিশুর ভিডিও পোস্ট করে বিরাট কোহলির উদ্দেশ্যে লেখেন, ‘তোমার দলে এই ছেলেটাকে নেবে নাকি?’ কোহালিও পাল্টা টুইট করেন, ‘ছেলেটা কোথাকার? অবিশ্বাস্য।’

রোববার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেই বিস্ময় শিশুর পরিচয়। শিশুটির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। নাম শেখ শহিদ। বয়স তিন বছর। সৌরভ গাঙ্গুলীল বাড়ির কিছুটা দূরেই বাস তার পরিবারের। বেহালার নিম্নবিত্ত এক পরিবারের খুদে প্রতিভা শেখ শাহিদ। তাকে নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া।

কী করে এত নিখুঁত ব্যাট করে শাহিদ? খুদে ক্রিকেটারের বাবা শেখ শমসের কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘গত বছর বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের ম্যাচ দেখছিলাম। ছেলে দুষ্টুমি করছিল। ওকে শান্ত করার জন্য আমার সঙ্গে ক্রিকেট দেখতে বললাম। ব্যাটও কিনেছিলাম ওর জন্য। কিছুক্ষণ পরে দেখি নিজেই ব্যাট নিয়ে এসে টিভি দেখতে দেখতে নকল করছে। তখন ব্যাট করছিল বিরাট কোহালি। দেখছিলাম, বিরাট যে ভাবে স্ট্রোক নিচ্ছে, সে ভাবেই চেষ্টা করছে ও। মাত্র দু’বছর বয়সে এ রকম স্টান্সে ব্যাট করতে দেখে বিশ্বাস হচ্ছিল না।’

পরের দিন থেকেই বাড়ির ছাদে ছেলেকে প্র্যাক্টিস করাতেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা ছ’মাস আগের বলে জানান তিনি। তখন দু’বছর আট মাসের শাহিদ। এখন বয়স তিন বছর দু’মাস। এই ছ’মাসে অনেক কষ্টে ছেলেকে গ্লাভস কিনে দিয়েছেন বাবা শমসের। ভর্তি করিয়েছেন স্বামী অব ক্রিকেটে।

বাবা শমসেরের বিশ্বাস হচ্ছে না, কী করে তার শিশু এত ভাল ব্যাট করে। তার বংশে কেউ ক্রিকেট খেলেননি। শমসের নিজে ক্রিকেট পছন্দ করলেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেননি। ছেলের এই প্রতিভা দেখেও তার আশঙ্কা, ‘অনেক খরচ। কী করে বাকি সরঞ্জাম কিনে দেব জানি না।’

তিন বছরের এই শিশুকে শুরুতে কোনও কোচিং ক্যাম্প নিতে চায়নি। বিবেকানন্দ স্কুলে অনেক অনুরোধ করেন তিনি। শমসেরের কথায়, ‘স্যরকে বলেছিলাম, ‘শুধুমাত্র এক বার ওকে ব্যাট করার সুযোগ দিন।’ প্রথম বলটি শহিদকে করা হয়। নিখুঁত স্ট্রেট ড্রাইভ করে। তারপরে অমিত স্যর আর কিছু বলার জায়গায় ছিলেন না। আমাকে শুধু বলেন, এই ছেলেটিকে আমার হাতে তুলে দাও।’

তার ছেলেকে নিয়ে কোহলি টুইট করার পরে শমসের বুঝতে পেরেছেন, শাহিদ সত্যি বিস্ময়কর প্রতিভা। শমসের চান, ভারত অধিনায়কের কাছে তার ছেলেকে এক বার নিয়ে যেতে। বলছিলেন, ‘কোহালি ব্যাট করলে ও টিভির সামনে বসবে, আর কোথাও নড়াচড়া করবে না। এমনিতে বেশ দুষ্টু; কিন্তু কোহালির মধ্যে ও কী খুঁজে পায় জানি না। খাওয়া-দাওয়া ভুলে যায়। শুধু অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে থাকে আর খাটে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাক্টিস করে। কোহালি দ্রুত আউট হলেও মুখ গোমড়া করে বসে থাকে।’

শমসেরের ইচ্ছে স্থানীয় কোনও বিখ্যাত কোচিং ক্যাম্পে ছেলেকে ভর্তি করাতে। কিন্তু বড় কোচিং ক্যাম্পে ভর্তি করানোর অর্থ তিনি জোগাড় করতে পারবেন কি না জানেন না।

পশ্চিমবঙ্গ দলের হয়ে খেলা সাবেক ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাডেমিতে নেয়ার আগ্রহ দেখিয়েছেন শেখ শহিদকে। তিনি বলেন, ‘একেবারে বিনামূল্যে ওকে প্রশিক্ষণ দেওয়া হবে। সঙ্গে উপহার হিসেবে ক্রিকেটের যাবতীয় সরঞ্জামও তুলে দেওয়া হবে খুদে প্রতিভার হাতে।’

দেখুন ভিডিও


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল