২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আফ্রিদি-পেরেরা-ইভান্সদের নিয়ে শক্তিশালী দল ঢাকা প্লাটুন

-

বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে রোববার। এবারের আসরে দেশীয় খেলোয়াড়দের বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে। আর বিদেশি খেলোয়াড়দের মাঝে অভিজ্ঞরাই অগ্রাধিকার পেয়েছে বেশি।

ভিন্ন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার ফ্রাইঞ্চাইজিদের নিজের ইচ্ছে মতো খেলোয়াড় কেনার সুযোগ ছিল না। বিসিবির নিজস্ব আঙ্গিকে প্লেয়ার ড্রাফটের আয়োজন করলেও নিজেদের মতো খেলেয়াড় পেয়েছেন বললেন ফাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘এবারের ড্রাফটে ভাগ্য আমাদের সঙ্গে ছিল। যাদের চেয়েছি, তাদের পেয়েছি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অপশন নেই খুব বেশি। তবে এবারের দল ভালো হয়েছে। দলের অভিজ্ঞতা একটু বেশি। এটা যদি কাজে লাগাতে পারি, তাহলে ভালো হবে।’

দেশী এবং বিদেশিদের সংমিশ্রণে ঢাকা প্লাটুন অন্য দলগুলোর চেয়ে অনেক শক্তিশালী। এখন পর্যন্ত ঢাকা প্লাটুনে ৬ বিদেশী ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি রয়েছেন এই দলে। তার সতীর্থ হবেন স্বদেশী পেসার ওয়াহাব রিয়াজ ও হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ আলী। টি-টোয়েন্টির আরেক বিশ্বমানের অলরাউন্ডার থিসারা পেরেরাও আছেন ঢাকায়। এছাড়াও রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স ও লুইস রিস।

মাশরাফি, তামিম, আফ্রিদি, থিসারা পেরেরাদের নিয়ে মোটামুটি ভালো দল গঠন করেছে ঢাকা। নিজের দল নিয়ে সালাউদ্দিন বললেন, ‘টি-টোয়েন্টি আসলে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। এখানে প্রতিটা বলেই অনেক সিদ্ধান্ত নিতে হয়। যারা অনেক অভিজ্ঞ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন। মাঠে তো ওরাই খেলবে, আমি খেলব না। মাঠের মধ্যে যত বড় মাথা থাকবে, আমার অনেক সুবিধা হবে। আমার দলের ক্রিকেটাররাও শিখবে।’

আরও ভালো মানের কিছু বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে তার, ‘আমাদের ইচ্ছা আছে। দলতো মাত্রই হলো। এখন দেখবো কোথায় ঘাটতি আছে। সে

অনুযায়ী ক্রিকেটার নিবো। বাইরে যে অনেক বেশি ক্রিকেটার আছে তাও না। তবুও ঘাটতি থাকলে আমরা তা পূরণ করার চেষ্টা করব।’

মাশরাফি বিপিএল পরীক্ষিত অধিনায়ক। তামিম ইকবালেরও সাফল্য আছে বিপিএলে। আফ্রিদিও কিছু ম্যাচ অধিনায়কত্ব করেছেন। বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘অধিনায়ক কে হবেন- এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। এটা অফিসিয়াল টিম। আমাদের অফিসিয়ালসদের সঙ্গে বসতে হবে, এরপর সিদ্ধান্ত নিতে হবে।’

ঢাকা প্লাটুন : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাছান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকির আলী অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল