০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সাইফউদ্দিনের সাথে একমত নন কোচ ডোমিঙ্গো

- ছবি : সংগৃহিত

শিষ্যের সাথে একমত পোষণ করতে পারেননি গুরু। লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর মোহাম্মদ সাইফুদ্দিন আশা ব্যক্ত করলেন, সামর্থ্যের ৬০-৭০ ভাগ দিয়ে খেললেও আফগানদের হারাতে পারবেন তারা। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন ভিন্ন কথা। গুরু বললেন সামর্থ্যের ১০০ ভাগ দিয়ে না নিয়ে খেললে বরং হারের সম্ভাবনাই দেখছেন তিনি।

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই পীড়াদায়ক। সেই ২০১৪ সালে প্রথম দেখায় জেতার পর টানা চার ম্যাচ হারে বাংলাদেশ। এতদিন পর হারের বৃত্ত ভেঙে চট্টগ্রামে এসেছে দ্বিতীয় জয়। গেল শনিবার ত্রিদেশীয় সিরিজে ফাইনালের ড্রেস রিহার্সালের ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারায় সাকিব আল হাসানের দল।

সে ম্যাচে সেরাটা নিংড়ে না দিয়েও রশিদ খানদের হারাতে পারায় আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। তার মতে, ৬০-৭০ ভাগ দিয়েও প্রতিপক্ষকে হারানো সম্ভব। ফাইনালের আগের দিন সোমবার (২৩ সেপ্টেম্বর) সাইফুদ্দিনের এই বক্তব্য ডমিঙ্গোকে জানানো হলে, তিনি দলের পেস আক্রমণের অন্যতম ভরসার সঙ্গে স্পষ্ট দ্বিমত জানান, ‘না একদমই না। আমি তা মনে করি না যে, ৬০ ভাগ দিলেই খেলায় জিততে পারব। জিততে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে। আমরা যদি ৬০ ভাগ দিয়ে খেলি আর আফগানিস্তান তাদের সামর্থ্য দিয়ে খেলে, তাহলে তারাই জিতবে।’

টুর্নামেন্টে প্রথম দেখায় বাংলাদেশকে উড়িয়ে দেওয়া আফগানিস্তান পরের ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩৮ রানের পুঁজি পায়। রান তাড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরাও বিপদে পড়েছিলেন। কিন্তু অধিনায়ক সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে অবশেষে আফগানদের হারায় বাংলাদেশ। দলটির কোচ মনে করেন, সেদিনের মতো সামর্থ্যের পুরোটা দিতে না পারলে কাপটা হাতছাড়া হতে পারে তাদের, ‘গত ম্যাচে আমরা ৬০ ভাগ দিয়ে খেললে আফগানিস্তান ৫০ ভাগ দিয়ে খেলতে পেরেছে। এই কারণে আমরা জিতেছি। আমরা আমাদের একাগ্রতা বাড়াতে না পারলে কোনো সন্দেহ নেই আফগানিস্তান আমাদের হারাবে।’


আরো সংবাদ



premium cement
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

সকল