০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বকাপে বাংলাদেশের চার সর্বোচ্চ রান সংগ্রাহক

- ছবি : সংগৃহীত

গুনতে গুনতে চার বছর পেরিয়ে আবারও দোরগোড়ায় স্বপ্নের বিশ্বকাপ। অন্য আসরের চেয়ে ভক্তদের এবার একটু বেশি চাওয়া টাইগার ক্রিকেট দলের কাছে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ একটা দল বাংলাদেশ। গত আসরের চেয়ে অনেক শক্তিশালী দল।

বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ব্যাট হাতে যারা রানের ফুলকি ছুটিয়েছেন এবারও দলে রয়েছেন তারা সবাই। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যারা সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান!

দেখে নিই বিশ্বকাপে বাংলাদেশের চার সর্বোচ্চ রান সংগ্রাহকের পরিসংখ্যান-

সাকিব আল হাসান- বিশ্বকাপে খেলেছেন ২১ ম্যাচ। ২৫.৭১ গড়ে করেছেন ৫৪০ রান। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

মুশফিকুর রহিম- বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বকাপে ২১ ম্যাচে ব্যাট করেছেন। ২৪.২৮ গড়ে করেছেন ৫১০ রান। যা বাংলাদেশের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

তামিম ইকবাল- দেশের হয়ে বিশ্বকাপে খেলেছেন ২১ ম্যাচ। ২৩ রান গড়ে করেছেন ৪৮৩ রান।
মাহমুদুল্লাহ রিয়াদ- বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। ৩৯.৭ গড়ে বিশ্বকাপে ১০ ম্যাচে করেছেন ৩৯৭ রান।

সাকিব, মুশফিক, তামিম তিনজনই সমান ২১ ম্যাচ করে খেলে রানও করেছেন প্রায় সমান। তবে মাহমুদুল্লাহ মাত্র ১০ ম্যাচ খেলে করেছেন ৩৯৭ রান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। এই বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল