০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


এবার উইন্ডিজ দুর্গে মিরাজের হানা

- ছবি : সংগৃহীত

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

ওপেনার হিসেবে মাঠে নেমে আমব্রিস ও শাই হোপ শুরুটা ভালোই করছিলেন। কিন্তু ৫.৫ ওভারে মাশরাফির বলে স্লিপে দারুণ এক ক্যাচ লুফে নেনে সৌম্য সরকার। আমব্রিস আউট হওয়ার আগে ১৯ বলে ২৩ রান সংগ্রহ করেন।

১০.৩ ওভারের দারুণ এক এলবিডব্লিউয়ের মাধ্যমে ড্যারেন ব্রাভোকে সাজ ঘরে পাঠিয়ে দেন মিরাজ। এর আগে ব্রাভো ১৩ বলে ৬ রান সংগ্রহ করেন।

উন্ডিজের সংগ্রহ ১১.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬১ রান। শাই হোপ ৩১ বলে ২৬ রান ও রোস্ট চেজ ৭ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন।


ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের আজ (সোমবার) সেই লক্ষ্যপূরণের ম্যাচ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখাবে মাশরাফি বিন মর্তুজার দল।

 

৩ ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

আর ৩ ম্যাচে একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। আজ বাংলাদেশ হারলে আইরিশদের একটা সুযোগ থাকবে, শেষ ম্যাচে এই দুই দলই লড়বে।


বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ, সুনিল আমব্রিস, ড্যারনে ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রেমন রিফার, অ্যাশলি নার্স, কেমার রোচ, শেলডন কটরেল।


আরো সংবাদ



premium cement