২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফিটনেস টেস্টে ব্যর্থ পাকিস্তানের তিন ক্রিকেটার

- ফাইল ছবি

২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণার পূর্বে ফিটনেস টেস্টে পার হতে পারেননি পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, লেগ স্পিানার ইয়াসির শাহ ও পেসার মোহাম্মদ হাসনাইন। সোমবার লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুই দিনের ফিটনেস টেস্ট ক্যাম্প গঠন করে পকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফিটনেস পরীক্ষা উতরাতে পারেননি এই তিন ক্রিকেটার।

এদিন ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়েছেন পাক উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এই ব্যাটসম্যান জানিয়ে রাখলেন, ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে খেলার জন্য তিনি শারীরিককভাবে পুরোপুরি ফিট। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতেও যে, তিনি প্রস্তুত সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

অধিনায়ক সরফরাজ আহমেদ ও বামহাতি পেসার মোহাম্মদ আমির ১৮ পয়েন্ট পেয়ে দু’জনই ফিটনেস টেস্টে ভালোভাবেই উতরে যান। হাসান আলী ও শান মাসুদ ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ফিট প্রমাণ করেন।

এছাড়াও ফিটনেস পরীক্ষায় পাস করেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, সাদাব খান, ফাহিম আশরাফ এবং ওসমান খান সিনওয়ারি। মঙ্গলবার আরো কয়েকজন খেলোয়াড় ফিটনেস টেস্টে অবতীর্ণ হবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে-ব্যাটে তুঙ্গে ফর্মে থাকা, দলের অন্যতম ট্যালেন্টেড অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ফিটনেস টেস্টে উতরাতে পারেননি। এছাড়াও লেগ স্পিনার ইয়াসির শাহ ও পিএসএলে আলো ছড়ানো পেসার মোহাম্মদ হাসনাইন পাস করেননি ফিটনেস টেস্টে। ফিটনেস পরীক্ষার পাসমার্ক ১৭.৪ পয়েন্ট। তারা নিজেদের প্রমাণ করে পাসমার্ক তুলতে ব্যর্থ হন।

এর আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট পরিস্কারভাবে বলে দিয়েছে, যারা ফিটনেস টেস্টে পার হতে পারবে না, ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট আসরে তারা দলে জায়গা পবে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ফিটনেস টেস্টের ওপর বিশ্লেষণ করে ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা করা হবে।

পাকিস্তান বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। সিরিজে একটি টি-টোয়েন্টিতেও মুখোমুখি হবে দল দু’টি। ৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল