০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


জয় দিয়ে মাশরাফির নতুন ইনিংসের শুরু

মাশরাফি মতুর্জাকে রংপুর রাইডার্সের অভিনন্দন - সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বেসরকারিভাবে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয় দিয়েই রাজনীতির মাঠে পুরোপুরি প্রবেশ করলেন ২২ গজের এই সফল অধিনায়ক।

রোববার রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

মাশরাফি নির্বাচনে দাঁড়ানোর পরই সবার নজর ছিল এই আসনের দিকে। তুমুল জনপ্রিয়তার কারণে শুরু থেকেই এগিয়ে ছিলেন এই ওয়ানডে অধিনায়ক। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৮৮৩ ভোট।

নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ১৭ হাজার ৮৪৪ জন।

মাশরাফির জয়ের খবরের পরপরই ভক্তরা উল্লাসে মেতে উঠে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল রংপুর রাইডার্সের পক্ষ থেকে ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে এই ফাস্ট বোলারকে বিপিএলে খেলতে যাওয়া প্রথম সংসদ সদস্য হিসেবে অভিহিত করা হয়।


আরো সংবাদ



premium cement