০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


এবার গেইলকে টপকানোর পালা তামিমের

-

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে ১-০তে লিড নিয়েছে টাইগারেরা। আজ দ্বিতীয় ওয়ানডে। পরিসংখ্যানে মুখোমুখি লড়াইয়ে উইন্ডিজরা এগিয়ে থাকলেও এই সিরিজে ফেভারিট বাংলাদেশ। টেস্টের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও জিততে চায়।

প্রথম ওয়ানডেতে ৭০ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ৫৫ করেন রানমেশিন মুশফিকুর রহিম। সে সুবাদে মুশফিক টপকে গেছেন ক্যারিবিয়ান তারকা ওপেনার ক্রিস গেইলকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন গেইল। চলতি সিরিজে অনুপস্থিত গেইল ২১ ম্যাচে করেছেন ৬৬১ রান। সেটি পেরিয়ে গেছেন মুশফিক। গেইল থেকে এক ম্যাচ কম খেলে ৬৭০ রান করেছেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৭০ এখন মুশফিকের নামের পাশে। উইন্ডিজদের বিপক্ষে ২০ ম্যাচে ৫ ফিফটিতে ৪১.৮৭ গড়ে মুশফিক এখন সর্বোচ্চ স্কোরার। বিপরীতে গেইলের গড় ৩৪.৭৮।

এবার পালা তামিম ইকবালের। আজই সুযোগ রয়েছে গেইলকে টপকে যাওয়ার। ড্যাশিং এই ওপেনার ২০ ম্যাচে ৩৫.২৭ গড়ে করেছেন ৬৩৫ রান। এই তালিকায় আপাতত তিনে রয়েছেন তামিম। মারলন স্যামুয়েলস ৫৫৮ রান করে আছেন চার নম্বরে। পাঁচে থাকা সাকিব ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। আর ছয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ১৫ ম্যাচে করেছেন ৪১৭ রান।

দুই দলের মুখোমুখিতে সর্বোচ্চ দুইবার করে তিন অঙ্কের ঘরে যেতে পেরেছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল। দুই দলের আর কেউ দুবার সেঞ্চুরি পাননি। ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার একটি সেঞ্চুরি করেছেন। সব থেকে বেশিবার পাঁচটি করে ফিফটি পেয়েছেন সাকিব, তামিম, স্যামুয়েলস আর গেইল। এাবর যোগ দিলেন মুশফিক। চারবার করে ফিফটি করেছেন সাবেক তারকা চন্দরপল ও মাহমুদুল্লাহ।

দুই দলের মুখোমুখি সিরিজে সর্বোচ্চ ২৮৭ রান তামিমের দখলে। চলতি বছর তিন ম্যাচের সিরিজে তামিম দুটি সেঞ্চুরি আর একটি ফিফটিতে ১৪৩.৫০ গড়ে করেন ২৮৭ রান। এই সিরিজে না থাকা দিনেশ রামদিন দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ রান করেন। ২০৭ রান নিয়ে তিনে সিমরন হেটমিয়ার আর ২০৪ রান নিয়ে চারে মুশফিক।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল