০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মধুর অভিষেক তিক্ত হলো

ফজলে মাহমুদ রাব্বি - সংগৃহীত

লিটন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ফজলে মাহমুদ রাব্বি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে অনুপ্রেরণা হিসেবে দেখছিলেন অনেকে। কিন্তু তার অভিষেক মধুর হলো না। তিক্ততায় ভরে রইল। শূন্য হাতে ফিরে গেলেন তিনি। টেন্ডাই চাতারার বলে সাজঘরে ফিরে গেলেন তিনি।

এর আগে ১৪ বলে মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন লিটন। চাতারার বলেই ফিরে যান তিনি।

এখন বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১ রান।

ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। জুটি বেধেছেন ইমরুল কায়েসের সাথে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement