২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আসছে ৩ ক্যামেরার আইফোন ১১

-

আইফোনের নতুন মডেল নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে। অনেকে সম্ভাব্য নকশাও প্রকাশ করেছেন। তবে সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি নতুন ছবি অনেক বেশি নির্ভরযোগ্য ধারণা দিচ্ছে। এটিকে আইফোন ১১-এর লজিক বোর্ড বলে দাবি করা হচ্ছে। আগের আইফোন মডেলের লজিক বোর্ডের সঙ্গে এটির তুলনা করলে কিছু স্পষ্ট পার্থক্য লক্ষ করা যাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে উন্মোচন হতে চলা আইফোনটি বেশ আলাদাই হবে।
ছবিতে দেখা গেছে, অ্যাপল তার ঐতিহ্যবাহী ইংরেজি অক্ষর ‘এল’ আকৃতির লজিক বোর্ড থেকে সরে যাচ্ছে। কয়েক বছর ধরেই এল আকৃতির নকশা ব্যবহার করলেও এবার আগের মতো আয়তাকার নকশায় ফিরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তা ছাড়া নতুন আইফোন প্রস্থেও উল্লেখযোগ্য পরিমাণ সরু হবে। ধারণা করা হচ্ছে, তিন ক্যামেরা মডিউলের জায়গা করে দিতেই এমন আকৃতি পাবে আইফোন। এ ছাড়া বড় ব্যাটারির জন্য জায়গা করতেও সরু আয়তাকার নকশার প্রয়োজন হতে পারে। ২০১৮ সালের মডেলগুলোর তুলনায় এ বছরের আইফোনের ব্যাটারি ব্যাকআপ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর এর জন্য যে বড় আকারের ব্যাটারির প্রয়োজন হবে তা বলা বাহুল্য। তবে আইফোন ১১-তে আর কী কী পরিবর্তন আসতে পারে, তা শুধু লজিক বোর্ডের ছবি দেখে অনুমান করা অসম্ভব। ২০১৯ সালের আইফোনে ওএলইডি স্ক্রিনসংবলিত আলাদা দুটি ফ্ল্যাগশিপ ফোন থাকতে পারে।


আরো সংবাদ



premium cement