২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কায় প্রশিক্ষণ সফর শেষে বানৌজা সমুদ্র অভিযানের ভারতের উদ্দেশে যাত্রা

-

শ্রীলঙ্কায় ৭ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান গত মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে। জাহাজটি জেটি ত্যাগের প্রাক্কালে শ্রীলঙ্কা নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানান। এ সময় শ্রীলঙ্কান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আশা করা যায়। সেখানে ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। শ্রীলা প্রশিক্ষণ সফর উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশে হাইকমিশন জাহাজে শ্রীলঙ্কান নৌবাহিনীর সম্মানে এক ডিনারের আয়োজন করেন। ওই ডিনারে প্রধান অতিথি হিসেবে শ্রীলঙ্কান প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সচিব জেনারেল এস এইচ এস কোত্তেগোদা (অব:) উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় শ্রীলঙ্কা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সফরকালে শ্রীলঙ্কা নৌবাহিনীর জুনিয়র অফিসার বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল সুমিথ ওয়েরা সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
শ্রীলঙ্কায় অবস্থিত বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাডভাইজার ও ঊর্ধ্বতন নৌকমান্ডাররা উপস্থিত ছিলেন। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কাটেন। বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম প্রধান অতিথিকে জাহাজের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। একই দিন দুপুরে শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার কমান্ডার এস আসলাম পারভেজ (টিএএস) বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। শ্রীলঙ্কা নৌবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর দলের মধ্যে ৮ সেপ্টেম্বর এক প্রীতি বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কা নৌবাহিনী দল ২৪-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রাণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল