২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সরকারের ব্যর্থতায় চামড়া শিল্প ধ্বংসের মুখে খেলাফত মজলিস

-

সরকারের ছত্রছায়ায় চামড়া সিন্ডিকেটের কারসাজির কারণে এ বছর কোরবানির পশুর চামড়ার দামে ধসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকারের ব্যর্থতায় দেশের চামড়া শিল্প আজ ধ্বংসের সম্মুখীন। দেশী-বিদেশী ষড়যন্ত্রে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া শিল্প আজ মুখ থুবড়ে পড়েছে। ভ্রান্ত নীতি আর সরকারি ছত্রছায়ায় চামড়া সিন্ডিকেটের কারসাজির কারণে এ বছর কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রি করতে বাধ্য করা হয়েছে। দাম না থাকায় লাখ লাখ চামড়া ফেলে দেয়া হয়েছে, মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
তারা বলেন, প্রথমত কোরবানির পশুর চামড়ার অর্থের হকদার এতিম-গরিবরা বঞ্চিত হয়েছে। গরিব-এতিমের হক নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ক্ষমা নেই। এরপর সাধারণ চামড়া সংগ্রহকারীরা বেকায়দায় পড়েছে। সর্বোপরি দেশের চামড়া শিল্প মুখ থুবড়ে পড়েছে। ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের আরো আগেই পদত্যাগ করা উচিত ছিল। সরকার ও সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সিন্ডিকেটের কথা বলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু সরকার কোনোভাবেই চামড়া শিল্প ধ্বংসের দায় এড়াতে পারবে না। জনগণের কাছে একদিন এর জবাব দিতে হবে। এ বছর কোরবানির সময় চামড়া সিন্ডিকেটের কারসাজিতে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বঞ্চিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement