২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
সংসদে মৎস্য প্রতিমন্ত্রী

ইলিশ আহরণ পাঁচ বছরে সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে

-

আগামী ৫ বছরে দেশে ইলিশ আহরণের পরিমাণ সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু। তিনি জানান, ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ২ লাখ ৯৯ হাজার টন ইলিশ ধরা হয়েছিল, ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ১৭ হাজার টন হয়।
গতকাল বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বিশ্বের ৭৫ শতাংশ ইলিশ বাংলাদেশেই আহরিত হয়। বাংলাদেশের ইলিশ সুস্বাদু। ভারতেও এর ব্যাপক চাহিদা রয়েছে। রফতানিতে বাংলাদেশি ইলিশের ব্র্যান্ডিংয়ের সুবিধার জন্য মাছটি ২০১৭ সালে ‘ভৌগোলিক নির্দেশক’ (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি পায়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমন্বিত কার্যক্রমের ফলে প্রতি বছর ইলিশ আহরণের পরিমাণ বাড়ছে। নি¤œ মেঘনা থেকে জাটকা এখন পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি পেয়েছে। তিনি বলেন, ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে জাটকার পরিমাণ প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন ‘মা’ ইলিশ রক্ষার কারণে ৪৭.৭৪% ‘মা’ ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। সরকারের নানা উদ্যোগের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, চলমান ব্যবস্থাপনা পদ্ধতির বাস্তবায়ন অব্যাহত থাকলে আগামী ৫ বছরে ইলিশের উৎপাদন বেড়ে বছরে ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে।
পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ২০০২-০৩ সালে ইলিশ আহরণের পরিমাণ ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ টন। বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে ২০০২-০৩ সালের তুলনায় ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালে ইলিশের উৎপাদন বেড়ে যথাক্রমে ৩ লাখ ৫১ হাজার টন (৫৯.৫৫%); ৩ লাখ ৮৫ হাজার টন (৭৫%); ৩ লাখ ৮৭ হাজার টন (৭৫.৪৮%); ৩ লাখ ৯৫ হাজার টন (৭৯.৫৫); ৪ লাখ ৯৬ হাজার টন (১২৫.০৪%) এবং ৫ লাখ ১৭ হাজার টনে দাঁড়ায়। অর্থাৎ ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল