২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাওনা ১ শ’ টাকা চাওয়ায় লাকসামে ছুরিকাঘাতে যুবককে হত্যা

-

কুমিল্লার লাকসামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ছুরিকঘাতে মো: নজরুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। পৌরশহরের পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম থানা পুলিশ আজ বুধবার সকালে ঘাতক পারভেজ ওরফে কালাকে (২০) গ্রেফতার করে কুমিল্লা আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, ক’দিন আগে ঘাতক পারভেজ ওরফে কালা নজরুল ইসলামের কাছ থেকে ১০০ টাকা হাওলাত নেয়। সম্পর্কে তারা খালাতো ভাই। গতকাল মঙ্গলবার রাতে কালা নজরুলের বাড়িতে গেলে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালা ঘর থেকে ছুরি এনে নজরুলের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক কালা। পরে স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে প্রথমে লাকসাম সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে নজরুলের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত আট মাস আগে বিয়ে করেন নজরুল। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার জানান, তাৎক্ষণিক আহত নজরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো এবং আসামিকে গ্রেফতারে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি।

এ ঘটনায় পারভেজ ওরফে কালাকে একমাত্র আসামি করে আজ বুধবার নজরুলের বাবা মো: আলী আকবর লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঘাতক পারভেজ ওরফে কালাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি

সকল