২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ইউপি সদস্যের সাথে সংঘর্ষের জের

চান্দিনায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-লুট

-

কুমিল্লার বরুড়া উপজেলার এক ইউপি সদস্যের সাথে চান্দিনার উপজেলার পানিপাড়া গ্রামের এক ব্যক্তির সংঘর্ষের জের ধরে প্রায় অর্ধশত ব্যবসায়ীর দোকান-পাট ভাংচুর ও লুটের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা রামমোহন বাজারে চান্দিনার অর্ধশত ব্যবসায়ীর দোকান-পাট ভাংচুর ও লুট করে বরুড়া উপজেলার গোপালনগর গ্রামের লোকজন। এ সময় চান্দিনা ও বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার দুপুর সোয়া ১টা) ওই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে বাজার প্রায় ফাঁকা।

ওই বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বার আবুল হাসেম জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের ইকবাল হোসেনের সাথে শনিবার বিকেলে বরুড়া উপজেলার খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য অহিদুর রহমানের সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের পর আহত হন অহিদুর রহমান। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি রামমোহন উচ্চ বিদ্যালয়ে গোপালনগর গ্রামের লোকজনকে নিয়ে মিটিং করে ইফতারের পর পুরো বাজারে চান্দিনা উপজেলার যত ব্যবসায়ী রয়েছে তাদের দোকানপাটে হামলা চালান।

খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজমুল হাসান সরদার জানান, অহিদুর রহমান মেম্বারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারা শনিবার বিকেলে তাকে মারধর করে। এদিকে রামমোহন বাজারটি চান্দিনার সীমান্তবর্তী হওয়ায় আমরা সব সময় তাদের কাছে জিম্মি থাকি। তারা এ ঘটনায় আমাদেরকে দোষারোপ করছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, বাজারের সিংহ ভাগ অংশ বরুড়া উপজেলাধীন। যেসব দোকানগুলোতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে সেগুলো বরুড়া সীমানায়। ঘটনার কথা জানার পর আমাদের থানা পুলিশসহ জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।


আরো সংবাদ



premium cement