০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কসবা সীমান্তে ৩১ রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা

প্রচণ্ড শীতে নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গারা -

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ভারতীয় সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে বিএসএফ। এঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ৩১ জন নারী-পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার দিয়ে পুশব্যাক করার পর রোববার পর্যন্ত তারা কাজিয়াতলী সীমান্ত এলাকার ২০২৯/৩/এস পিলারের সামনে অবস্থান করছে। প্রচণ্ড শীতে এসব রোহিঙ্গার দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিনরাত অবস্থান নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর বলেন, দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত এসব নারী-পুরুষের শারীরীক গঠন দেখে আমরা ধারণা করছি তারা রোহিঙ্গা মুসলিম হবে। তবে, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা রোহিঙ্গা নয়, ভারতীয়।

এ ব্যাপারে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা ভারতীয় নাগরিক হতে পারে বলে আমরা মনে করি। বিএসএফ ও বিজিবির মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকের পর অবস্থানকারী এসব নারী-পুরুষ কারা- তা স্পষ্ট জানা যাবে।


আরো সংবাদ



premium cement