২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


খাগড়াছড়িতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই : বিএনপি

শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ - নয়া দিগন্ত

খাগড়াছড়ি সংসদীয় আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মামলা, হুমকি, দলীয় অফিস খুলতে বাধাসহ নানা ধরনের অরাজকতা বিদ্যমান বলে দাবি জেলা বিএনপি নেতৃবৃন্দের।

শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন দলটির নেতারা।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করতে হুমকি-ধামকি ও হামলা চালানো হচ্ছে।

তারা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এভাবে চলতে থাকলে নির্বাচনী প্রচার কাজ চালানো সম্ভব হবে না। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে অবিলম্বে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

জাতীয় সংসদের ২৯৮ নং (খাগড়াছড়ি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া, শহিদুল ইসলাম ভূইয়া ও সমীরণ দেওয়ান মনোনয়ন ফরম জমা দেন। কেন্দ্র যাকে মনোনীত করবে জেলা বিএনপি তার পক্ষে কাজ করবে বলেও মতবিনিময় সভায় জানান নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার প্রমুখ।


আরো সংবাদ



premium cement